বিশ্বের সর্ব বৃহৎ কবরস্থান

শিশির কনা ২৫ আগস্ট ২০১৪, সোমবার, ০৬:৫৮:৪৪অপরাহ্ন বিবিধ ৪১ মন্তব্য

যে শহরের জীবিত মানুষের চেয়ে কবরের সংখ্যা বেশি। নাজাফ শহরের জীবিত মানুষের সংখ্যা ৬ লক্ষ, আর শহরের কবরস্থানের কবরের সংখ্যা ১০ লক্ষের বেশি।

ওয়াদি আল সালাম হচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ কবরস্থান। ইরাকের নাজাফ শহরে এর অবস্থান। ওয়াদি আল সালাম অর্থ হচ্ছে ( Valley of Peace ) শান্তির উপত্যকা। এটিকে বিশ্বের প্রাচীনতম কবরস্থানও হিসেবে গন্য করা হয়।

যতদুর দৃষ্টি যায়, শুধু কবর আর কবর । এটি ইরাকের বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিনে অবস্থিত। প্রায় ছয় বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কবরস্থানটি । নাজাফ শহর শিয়া স্মপ্রদায়ের তৃতীয় পবিত্র শহর হিসেবে পরিগনিত। যার ফলে শিয়া সম্প্রদায়ের অনেক শাহ, কিং , প্রিন্স, প্রিন্সেস, ধর্মিয় নেতা, উচ্চ পদস্থ সামরিক নেতা, দার্শনিক তাঁদের শেষ শান্তির আবাস এর জন্য এই স্থানকে বেছে নিয়েছেন।

এই ছবি বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

গুগলআর্থ থেকে দেখলে মনে হবে এটি কোন পারমানবিক বোমায় ধংশপ্রাপ্ত শহর।
ইমেজ বড় করতে থাকুন, দেখবেন ধীরে ধীরে কবর স্থানটি স্পস্ট হচ্ছে।
  
এই ছবি বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

প্রতি বছর এই শান্তির উপত্যকায় নতুন করে আশ্রয় নিতে আসেন পাঁচ লক্ষাধিক মৃত মানুষ।
প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন কবর জিয়ারত করতে।
তাই অনেকেই মৃত্যুর পরে এখানে সমাধিস্থ হতে চান।

এই ছবি বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

এখানে বিভিন্ন ধরনের কবর আছে। বাধানো ছোট কবর, টাওয়ার কবর ( এটি বেশ বড় বড় ভবন বলা যায় ) , বাধানো ব্যাতিত কবর। টাওয়ার কবরে রুম আছে, যেখানে এসে মৃতর আত্মীয় স্বজন প্রথমে বিশ্রাম নেন, পরে সিড়ি বেয়ে নীচে নেমে কবর জিয়ারত করেন। এর সংখ্যা খুব বেশি নয় ।

এটি এখন বিশ্বের অন্যতম দর্শনিয় স্থান হিসেবে পরিগনিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লক্ষের অধিক দর্শনার্থি এই কবরস্থান দেখার জন্য আসেন।

এই ছবি বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

ওয়াদি আল সালাম ( Valley of Peace ) শান্তির উপত্যকার একটি ভিডিও দেখুন

কোন তথ্য বাদ পরে গেলে বলবেন। কিছু একটা দিতে ভুলে গিয়েছি, এই মুগুর্তে মনে পরছেনা।

কিছু ফটো এবং প্রশ্ন

কবরথানের অভ্যন্তরে এই জীপের সৈনিকগন কি আসল ?

আমাদের দেশের ইসলাম রক্ষকরা কই ? কবরে ফটো দিয়েছে কেন ?
 

নাউজুবিল্লাহ ! কবরে মোমবাতি ! এরা অগ্নি উপাসক। নাস্টেক ।

হায় হায় হায় , তেতুল হুজুর আপনি কুতায় ? কবরস্থানে তেতুল ! আপনি ইরাক চলে যান তেতুল হুজুর ।
হেফাজত করেন ইসলামের। ইরাকের বিরুদ্ধে ফতোয়া দেন- তেতুল কেন কবরস্থান ?

 

এই কারটি এখানে এসে শাহাদাৎ বরন কেন করলো ? কারন অজ্ঞাত


 

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ