"গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু
নহে কিছু মহিয়ান"
15380664_10209346769598846_7224012329034556247_n২০১৬ সালটাকে আমি মানবতার মরণ বলেই আখ্যায়িত করছি।কারন কথায় আছে "সব ভালো তার শেষ ভালো যার"।বছরের শেষের দিকে যেমন মানবতার মরণ হয়েছে দেশে,তেমনি বহিঃবিশ্বেও।একটি ফেবুকে কাবা শরীফের বিকৃতি পোষ্টকৃত ছবিকে কেন্দ্র করে তথা কথিত মুসলিমরা দফায় দফায় হানা দেয় ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগরে সংখ্যালঘু হিন্দুদের উপর।যে মানবতায় যুগ যুগে হিন্দু-মুসলিম ভাই ভাই বলে সহবস্থানে বসবাস করে আসছিলাম,যেখানে যে কোন অনুষ্ঠানে ছিলাম একে অন্যের পরিপুরক তা বছরের শেষ মুহুর্তে আজ ম্লান অস্তিমিত।
সিরিয়ায় আলেপ্পায় মরছে অসংখ্য ভুমিষ্ট শিশু-কিশোর যারা জন্মেছে মাত্র,পৃথিবীর সৌন্দর্য্যের মায়া যাদেরকে স্পর্শ করার পূর্বেই পৃথিবীকে তারা জেনে বিদায় নিল এক নিকৃষ্ট জগৎ হিসাবে যা এ বছরের শেষের দিকে শত্রু মিত্র উভয় পক্ষই যুদ্ধ বিরতীর ঘোষনা দেন।অন্য দিকে তথা কথিত শান্তিতে নোবেল বিজয়ীর হাতে মরছে মায়ানমারে অসংখ্যা স্থায়ী বাসিন্দা কেবল রোহিঙ্গা বলে।জন্ম সূত্রে যারা বাসিন্দা তাদেরকে মায়ানমার সরকার কেবল মাত্র বাঙ্গালী মুসলিম বলে অবৈধ বাসিন্দা আখ্যা দিয়ে করছেন গণ হত্যা।যা থেকে শিশুরাও নিরাপদ ছিল না।
................................................................

"জীবন বাচাতে
মানুষের ভক্ষণ

এখন কোন ফসলাদি নয়,
ভক্ষণ করছে ভাই ভাইয়ের রক্ত-মাংস
"মানবতা"
আজ তাইতো

লজ্জায় ,
পালিয়ে বেড়ায়"
তবুও জীবন আশায় বুক বাধে
কালে ভাদ্রে
অত্যাচারিত শোষণের বিরুদ্ধে
সাম্যতার বাণী নিয়ে
আগমন ঘটবে এমনি
আর এক
নেতার।
-{@

15192664_1859688294260416_3798526545931002586_n

সময়ের আলোচিত যুগ যুগের ইতিহাস সৃষ্টিকারী ও একজন বিপ্লোবী ফিদেল কাস্ত্রোর মৃত্যু  আমাদের তথা আর্ত মানবতার  জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।সে এবং চে গুয়েবাই সাম্যতার নীতি নিয়ে সংগ্রাম করে গেছেন বিশ্বের ডাক সাইড রাষ্ট্র নায়কদের সাথে।

এক নজরে ২০১৬ সালে দেশ ও বিদেশে ঘটে যাওয়া কিছু উল্লেখ্যযোগ্য লিংকঃ

(y)  নাসিক নির্বাচন  পাচ খুন ও জঙ্গি দমন বছর জুড়ে নারায়ণগঞ্জ ছিলো আলোচনায়
(y) DW এর নজরে ২০১৬ সালের ঘটে ঘটনাগুলোর ভিডিও
(y) বাংলাদেশ ও বিশ্বে সাহিত্য জগতে বছরটি ছিলো এ যাবৎ সবচেয়ে প্রাপ্তির বছর
(y) দেশের সবচেয়ে স্পর্শকাতর বিভাগ পুলিশ বিভাগ।সেই বিভাগে পুলিশ অফিসার বাবুলের জীবনে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা যা তার স্ত্রীর মিতু হত্যায়,চাকুরী নিয়ে টানা হেচরায়...."এক জঙ্গি দমনে এবং বহু ভালো কাজের পুরষ্কারে ভূষিত হওয়ার গৌরব অর্জন কারী। সকল অর্জন বিসর্জনে মুল ঘটনা অন্তরালেই রয়ে যায়।
(y)  নারী নির্যাতন প্রায় সারা বছর জুড়েই ছিলো আলোচনার বিষয়।
(y)
ব্যাংকিং খাতে ছিলো আতংক...সরকারী মাল দরিয়া মে ঢাল হিসেবে কর্ম কর্তারা বণে গেছেন কোটিপতি
(y) ছিলো জঙ্গি আতংক হত্যা গুমের শ্রেষ্ট বছর
(y) রাজনৈতিক ভাবে বি এন পির একটি কেবলি হারানোর বছর।
(y) ক্রিকেটের টাইগারদের প্রাপ্তি অপ্রাপ্তির একটি বছরখেলার মাঠের পুরো দৃশ্য।
(y) বাংলাদেশের চলচ্চিত্রে মনে রাখার মতো একটি বছর।
(y) এ বছর ছিলো হরতাল নামক অধিকার আদায়ের অস্ত্র "হরতাল" নিরুত্তাপ বছর।
(y) মনে রাখবে,মনে দাগ কেটেছে একটি খবর তনুখাদিজাকে হত্যার চেষ্টা।
(y) "হলি আর্টিজন" ইতিহাসে প্রথম এ দেশে জঙ্গি জিম্মি হত্যা ঘটনা ঘটে।
(y) মনে থাকবে শিক্ষকরা কোচিং বানিজ্যে ও অবিভাবকরা বাজারে মাথায় হাত।
(y) বাংলাদেশ প্রতিদিনের চোখে ফিরে দেখা ২০১৬ বাংলাদেশ ও আন্তজার্তিক বিভিন্ন অঙ্গন
(y) দেশে রোহিঙ্গা সমস্যা।
(y) টপ অফ দা কাট্রি এমপি বদি
(y) প্রযুক্তির সাফল্য সারা বছর।
(y) বাংলাদেশ সরকারের অর্জন।
(y) যুদ্ধাপরাধীর শিরমণি নিজামীর ফাসি কার্যকর।
(y) ২০১৬ সালে আন্তজার্তিক বিশেষ বিশেষ ঘটনাগুলো
(y) এ বছরের নোবেল বিজয়ীরা
(y) বছরের শেষ দিনে হত্যা এমপি লিটন। দেশের রাজনৈতিক কুসংষ্কারের ফসল।
(y) প্রায় সারা বছর জুড়ে ছিলো শিশু হত্যা নির্যাতন গুম
(y) ফিরে দেখা ক্রিকেট বিশ্ব ২০১৬ সাল।
(y) ফিরে দেখা ক্রিকেট ও ফুটবল ২০১৬ সাল (বাংলাদেশ)।
(y) ২০১৬ সালে ঢালিউডের আলোচিত ঘটনা
(y) ফিরে দেখা আলোচিত পাচ নির্মাতা
(y) রাসি অনুযায়ী কেমন যাবে আপনার ২০১৭ সালের দিন কাল।
(y) জেনে নিন ২০১৭ সালে সরকারী ছুটিরগুলো।
(y) চ্যালেন আই এর ফিরে দেখা ২০১৬ সালের স্পেশাল পোষ্টগুলো

 (y) ইস্তামবলে বছরের শেষ অঘটন

বছর আসে বছর যায়
জীবনের নিয়মতো একই রয়ে যায়
জন্ম মৃত্যুর সন্ধি ক্ষণে
সময় কেবল বয়ে যায়।

ভালো মন্দের বিচারে এ
এ জগৎ সংসার
শুধুই যেনো
এক একটি তাসের ঘর
যেখানে মানুষ যেনো
এক একটি অ্যাক্টর।

তবুও নতুন বছর
বয়ে আনুক একটি
জল বায়ু ধোষিতহীন
জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
করিব বৃক্ষ বপণ
জীবন রাখিব উর্বর।

2017

 -{@ নব বর্ষের শুভেচ্ছা -{@
সকল লেখক
ব্লগারদের -{@ 

সহযোগিতা:
বিভিন্ন অন লাইন মাধ্যম।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ