বাবা কেমন আছো (প্রতিযোগিতা)

ইঞ্জা ৫ মার্চ ২০১৭, রবিবার, ১০:০৮:৪২অপরাহ্ন বিবিধ ৪২ মন্তব্য

প্রিয় বাবা,

তুমি রাগ করেছ? কি করব বলো, আমি তো চিঠি পাঠিয়ে ছিলাম কিন্তু তা আকাশের ধাক্কায় ফিরে এলো মর্ত্যে, আমার তো দোষ নেই বাবা।
কেমন আছি? আমি আছি তোমার পরিবারের সাথে, ভাইরা বউ, বাচ্চা নিয়ে আলাদা থাকে, বোনদের বিয়ে হয়ে গেছে, মা ছোটর সঙ্গে, শুধু আমি একা। আছি তো বাবা, আছি তো সবার সাথে।
রাগ করোনা বাবা, আমি তোমার অধম ছেলে, আমার কিইবা করার ছিল!
জানো বাবা, প্রতি রাতে আমি কালো আকাশের পানে চেয়ে থাকি, দেখি তুমি আকাশ থেকে মিটমিট করে আমায় কাছে ডাকছ, আমিও কাছে যাওয়ার জন্য আকুলি বিকুলি করি কিন্তু পারিনা, তুমি যে অনেক দূরে। বাবা, তুমি কেন তারা হয়ে গেলে? পারতেনা তুমি আমাদের আকাশ হয়ে থাকতে? পারতেনা তুমি আমাদের আঁকড়ে ধরে থাকতে?
জানো বাবা আমি তোমায় খুব ভালবাসি কিন্তু পারিনি তোমায় বলতে, তোমার শেষ মূহুর্তে তোমার কাছে থাকতে। বাবা ক্ষমা করে দিও আমায়, আমি যে তোমার অধম ছেলে, পারিনি সবাইকে আঁকড়ে থাকতে, শুধু জানি আমি আছি সবার সাথে।
ভালো থেকো বাবা তুমি তারা হয়ে, দেখো আবার আমরা সবাই এক হবো।
রাহমানুর রাহিমের কাছে কেঁদে কেঁদে করি প্রার্থনা, যেন তিনি তোমায় করেন দয়া,
বেহেশত নসীব কর মোর বাপধনে
আমারে রাখো যেন সকলের সনে।

বাবা তুমি ভালো থেকো অন্যলোকে, অন্যসব বাবাদের সনে।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সগীরা।

তোমারই অধম সন্তান

ইঞ্জা।

 

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ