বানান নিয়ে যতকথা-(৩) ‘র’ না ‘ড়’

নীহারিকা ৩০ জানুয়ারি ২০১৭, সোমবার, ১১:০২:০২অপরাহ্ন সাহিত্য ৪১ মন্তব্য

16265663_1400844756592984_6070841783016177846_n

প্রায়ই কিছু লিখতে গেলে আমাদের ‘র’ আর ‘ড়’ নিয়ে বেশ সমস্যা হয়। নীচে ‘র’ আর ‘ড়’ এর কিছু ব্যবহার দিয়ে এ জাতিয় সমস্যা সমাধানের কিছু চেষ্টা করলাম।

কিছু প্রচলিত বানান-বিভ্রাট:
* কখনো, বিশেষত পার্কের সাইনবোর্ডে, লেখা দেখেছেন কি, "এখানে গরু চড়ানো নিষেধ"? চড়ে শব্দের অর্থ আরোহণ করে। যেমন দোলায় বা গাছে চড়ে। তাহলে কি গরুকে দোলায় বা গাছে চড়াতে নিষেধ করা হচ্ছে? আমরা কেন ভুলে যাই, গরু চরে (বিচরণ করে এর সংক্ষিপ্ত রূপ); তাই লেখা উচিত, "এখানে গরু চরানো নিষেধ"। অবশ্য গল্পের গরু কিন্তু গাছেও চড়তে পারে।

ভুল= আমি হাঁটতে বেড়িয়েছিলাম
ঠিক= আমি হাঁটতে বেরিয়েছিলাম (বের হয়েছিলাম এর সংক্ষিপ্ত রূপ)

ভুল= পড়নে ঢাকাই শাড়ি
ঠিক= পরনে (পরিধানে এর সংক্ষিপ্ত রূপ) ঢাকাই শাড়ি

ভুল= মুখটি বেজাড় কেন?
ঠিক= মুখটি বেজার কেন?

ভুল= আজ কী শাড়ি পড়েছ?
ঠিক= আজ কী শাড়ি পরেছ (পরিধান করেছ এর সংক্ষিপ্ত রূপ)?

ভুল= আজ কী বই পরেছ?
ঠিক= আজ কী বই পড়েছ?

ভুল= কখনোই দরকার পরবে না
ঠিক= কখনোই দরকার পড়বে না

ভুল= ধরে পানি পেলাম
ঠিক= ধড়ে পানি পেলাম

ভুল= ঘুরে বেরানো আমার হবি বলতে পার
ঠিক= ঘুরে বেড়ানো আমার হবি বলতে পার

ভুল= আজকাল সবকিছুর দামই চরা
ঠিক= আজকাল সবকিছুর দামই চড়া

প্রায়-সমোচ্চারিত শব্দে ‘র’ ও ‘ড়’ এর অর্থজনিত পার্থক্য:

অসার === বাজে, ফালতু
অসাড় === সাড়হীন, অনুভূতিহীন

আর ==== এবং, ও, কিংবা
আড়= === তেরছা (আড়চোখে চাওয়া)

আমরা === আমি সর্বনামের বহুবচন
আমড়া === অম্লজাতীয় ফলবিশেষ

ওরা ==== তারা
ওড়া ==== শূন্যে বিচরণ

ওরে === সম্বোধনসূচক শব্দ
ওড়ে === শূন্যে বিচরণ করে

পার === পার হয়ে যাওয়া
পাড় === নদীর বা পুকুরের ধার

পারা === কিছু করতে পারা
পাড়া === এলাকা- পাল পাড়া, পায়ের চাপ, ডিম পাড়া, গাছ থেকে ফল পাড়া

বের === ভেতর থেকে বাইরে আসা (ঘর থেকে বের হওয়া)
বেড় === কিছু দিয়ে ঘিরে ফেলা

মোর === আমার
মোড় === কয়েকটি রাস্তার মিলনস্থল

ধর === কিছু হাত দিয়ে ধরা
ধড় === কাঁধ হতে কটি পর্যন্ত দেহভাগ

* এছাড়াও প্রচুর উদাহরণ আছে কিন্ত সময়ের অভাবে বিস্তারিতভাবে উপস্থাপন করতে পারলাম না। সেজন্য সবার থেকে  ক্ষমা চেয়ে নিচ্ছি।

সুত্রঃ উইকিপিডিয়া ও বিভিন্ন বাংলা সাইট।

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ