ফেরা (অণুগল্প ১)

নীহারিকা ৫ মার্চ ২০১৭, রবিবার, ০৯:৫৯:২৩অপরাহ্ন গল্প ৪১ মন্তব্য

450a57b8c007e350b0a9966522cbd057

জীবনে কিছুই যেন পাওয়া হলো না সুবর্ণার। পড়াশোনা শেষ না হতেই অল্প বয়সে বিয়ে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই সংসার নামক যন্ত্রের নিকট হার মেনে নিলো। না পারলো ভালো বউ হতে, শাশুড়ি, স্বামীকে সন্তুষ্ট করতে। না পারলো সন্তানের মা হতে। এ নিয়ে চারিদিকে কত কথা! সারাদিন একা থাকে বলে কিছুদিন একটা চাকরীর চেষ্টাও করলো। কিন্ত কোনটিই আর ব্যাটে-বলে হলো না। নিজেকে মাঝে মাঝে এ সংসারে, পৃথিবীতে অপ্রয়োজনীয় এক যন্ত্রের মত মনে হয়। নিজের সুখ-দুঃখ, ভালো-মন্দ, অসুখ-বিসুখের কথা শোনবার মত কেউ নেই। মাঝে মাঝে মনে হয় মরে গেলেই শান্তি। কাল সারারাত ভেবেছে সে। সিদ্ধান্ত যা নেবার নেয়া হয়ে গেছে। খুব ভোরে উঠে নাস্তা বানিয়ে, খাইয়ে স্বামীকে অন্যান্য দিনের মতই বিদায় দিলো সুবর্ণা। দুপুরের রান্নাও আজ সকাল সকাল সেরে ফেললো সে। সারা বাসার প্রতিটি অংশে চুপচাপ কিছুক্ষণ কাটালো সুবর্ণা। ঘুরে ঘুরে দেখলো সেই ঘর, যার প্রতিটি অংশে রয়েছে তার হাতের ছোঁয়া। তারপর একসময় বাসা থেকে বের হয়ে এলো সে। মেইন রোড ধরে হাটছে। নির্দিষ্ট কোন গন্তব্য নেই তার। ভাবছে কিভাবে কি করা যায়। বুকটা ঢিব ঢিব করছে। ঘামছে অল্প অল্প। হঠাৎ প্রচন্ড এক আওয়াজে হুঁশ ফেরে সুবর্ণার। দেখে সামনে একটি ট্রাক আর সি এন জির ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। আহতদের চিৎকারে আকাশ কেঁপে উঠছে। রক্তে ভেসে যাচ্ছে কালো পিচের রাস্তা। দেখে কেমন গা গুলিয়ে উঠলো ওর। বমি পেলো। হাতের উল্টো পিঠে মুখের ঘাম মুছে দ্রুত বাসার দিকে হাটতে লাগলো সুবর্ণা।

ভাবছে পৃথিবীতে বেঁচে থাকাও আল্লাহর একটি রহমত।

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ