ফেইসবুক বনাম ব্লগ

নীহারিকা ২৪ মার্চ ২০১৭, শুক্রবার, ১২:০৩:৪৯পূর্বাহ্ন রম্য ৪৫ মন্তব্য

আসুন আজ ফেইসবুক আর ব্লগের কিছু পার্থক্য ও বৈশিষ্ট দেখে সিদ্ধান্ত নেই কে কোন পথ বেছে নেবো। 🙂

 

ফেইসবুক

ব্লগ

১। আপনার মানসিক, শারীরিক অবস্থা স্ট্যাটাস পড়ে জানা যায়। ব্লগে বর্তমান অবস্থা জানার কোনো সুযোগ নেই।
২। ছবি আপলোড করে সবাইকে নিজের চেহারা দেখানো যায়। চেহারা দেখানোর সুযোগ নাই।
৩। চেহারা ভালো হলে লাইক কমেন্টের ছড়াছড়ি। চেহারা মুখ্য নয়, কি লিখলেন সেটাই মুখ্য।
৪। ফেসবুকে আপনি ইচ্ছা করলে হাজার হাজার বন্ধু বানাতে পারেন। ব্লগে বন্ধু হবে, তবে বহু কষ্টে ২০-৩০ জন।
৫। ফেইসবুকের নেশায় আসক্ত হয়ে আপনি বেহুঁশ হয়ে রাস্তায় উষ্টা খেতে পারেন। ব্লগের নেশায় আসক্ত হয়ে আপনি খারাপ ছাত্র থেকে লেখক/কবি/সাহিত্যিক হতে পারবেন।
৬। যার তার সাথে চ্যাট করে সারা দিন-রাত পার করা যায়। চ্যাটের সুযোগ নাই।
৭। ফেইসবুকে পোস্ট দিলে নিমিষেই শ’খানেক লাইক কমেন্ট। ব্লগে পোস্ট দিলে ১০ দিনেও ১০ টা কমেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার।
৮। LOL, GF, BF, HBD শব্দগুলোর স্রষ্টা ফেইসবুক। ব্লগে এমন কোনো শব্দের সৃষ্টি হয়েছে বলে জানা নেই।
৯। ফেক আইডি বানিয়ে আপনার কাছের লোকই আপনার উপর নজর রাখছে। ব্লগে ছদ্মনাম দিয়ে আইডি বানিয়ে লেখা যায়।
১০। ফেইক আইডিকে খারাপ নজরে দেখা হয়। ছদ্ম আইডি ভালো নজরে দেখা হয়।
১১। মিথ্যা বলা যায়। যেমন, পুকুরপাড়ে বসে বলা যায় সী বীচে আছি। মিথ্যে করে কিছু লিখলে সেটা সাহিত্য।
১২। বউয়ের/বরের কাছে ধরা খাওয়ার চান্স আছে। ধরা খাবার কোনো চান্সই নেই।
১৩। দিনে ইচ্ছামত যতবার খুশি স্ট্যাটাস দেয়া যায় ২৪ ঘন্টায় মাত্র ১টি পোস্ট দেয়া যায়। 🙁
১৪। ব্লক করার সুব্যবস্থা আছে। ব্লকের সুযোগ নেইঃ(শত্রুর মুখ আপনাকে দেখতেই হবে।)
১৫। কত কত স্টিকার আছে। মাত্র কয়েকটা স্টিকার। (আর বাড়ে না ;( )
১৬। ফেসবুক থেকে ব্লগে কমেন্ট করা যায়। ব্লগ থেকে ফেইসবুকে কমেন্ট করা যায় না।
১৭। যেমন খুশি বানানে স্ট্যাটাসে লিখা যায়। বানান ভুল যত কম তত ভালো।
১৮। স্ট্যাটাস বা ছবি কাস্টোমাইজড করা যায় যাতে সবাই দেখতে না পারে। যা লিখি বন্ধু/শত্রু সবাই দেখতে পায়।
১৯। ইন্টারনেট দিয়ে ফেইসবুক চালানো হয়। ব্লগ দিয়া ইন্টারনেট চালানো হয়।
২০। ভিডিও কল দেয়া যায়। না না না।

 

...... আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি নিয়েছেন তো? \|/

0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ