প্রেমিক কবিকে

অরুণিমা মন্ডল দাস ৬ এপ্রিল ২০১৬, বুধবার, ১০:০৪:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৮ মন্তব্য

খন্ড খন্ড বিছানার চাদর করে দিও¡
আমি টেইলারিং মেশিনে সেলাই
করে নেব¡
বালিশের তুলো উড়িয়ে দিও¡
আমি হাওয়া হয়ে সবকটা তুলো আঁকড়ে নেব¡
#
কোন করাতের মেশিনে রেখে দেহখানা ফালাফালা করে দিও¡
তোমার স্মৃতিতে বটগাছ হয়ে দাঁড়িয়ে থাকব¡
রাতের আকাশের কোন হতাশ তারাকে জিজ্ঞেস করে নিও¡
আমি তাঁর বুকে তোমার নাম লিখে রেখে যাব¡
#
প্রথম কবিতার প্রথম ছন্দের টানে হাসো¡
ঐ কবিতাটিতেই রবীন্দ্রনাথ দেখতে পাবো¡
স্বপ্নে বিচারিত গুরুদেব ¡
রামধনু রংয়ে মেশানো বৃষ্টির আকাশ¡
উড়ু উড়ু উদাসী নৌকার ভেসে যাওয়া ¡
খোলা চুল, ভেজা চোখ, নরম লিপস্টিকের টানে বারবার কেঁপে ওঠা সেই এক প্রেমিক কবি¡


অরুণিমা মন্ডল দাস 
কলকাতা 
৫ এপ্রিল ২০১৬ 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ