প্রত্যয়

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১২:৩০:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

1ছন্দবদ্ধ জীবন থমকে যায় ঝড় জলোচ্ছ্বাস, প্রাকৃতিক বিপর্যয়ে। অপ্রস্তুত মানুষ সম্পূর্ণ অনভ্যস্ত সময়ে বৈরী পরিস্থিতিতে
দিশেহারা। স্বপ্নের সাম্রাজ্য বানের জলে ভেসে আসা পলিতে ডুবে থাকে, ঘূর্ণিঝড়ের তান্ডবে তছনছ। কোন এক দৈত্য,
মহাসমুদ্রে লুকিয়ে থাকা দানো হেঁটে যায় জীবনের পথে। সোনালী বিকেল পেরিয়ে  আশার সুর্য ডুবে
গিয়ে আঁধার নেমে আসে ধীরে ধীরে। কেউ কেউ তখন ঘুমের ঘোরে আশার স্বপ্ন দেখে, স্বপ্ন বোনে।

20150520_184918স্বপ্নবাজদের আকাশে উকি দেয় সোনালী ভোর। কিষাণীর হেঁটে যাওয়া পথের দুধারে সোনালী
ফসলের স্বপ্নে বিভোর কিষাণ। হার না মানা বুকে নতুন জীবনের জয়গান, স্বপ্নের ফসলে পূর্ণ মাঠ, প্রান্তর।
অর্থহীন কিছুর সাথে সাথে যুক্ত হয়ে সবকিছুর পূর্ণতা লাভ, প্রত্যয়।

viber-imageবহমান সুগন্ধার বাকে আলোর উল্লাস
জলে কাঁপন,

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ