পাখি ও পাখি-২

শুন্য শুন্যালয় ২৬ আগস্ট ২০১৬, শুক্রবার, ০৭:৫৪:৫৫পূর্বাহ্ন ছবিব্লগ ৬১ মন্তব্য

পাখির ছবি তোলা একটু নেশার মতো, আর তোলার পরে সবাইকে দেখানোও খানিক নেশার মতো। আগের পোস্ট পাখি ও পাখি তে পাখির ছবির সাথে পাখির গান দিয়েছিলাম, এবার ইচ্ছেবদল করে ভাবলাম সোনেলায় পাখি নিয়ে লেখা পোস্ট এড করলে কেমন হয়! কিন্তু পাখি নিয়ে লেখা সার্চ দিতে গিয়ে তো  আমি তাজ্জব, এতো লেখা? একটার পর একটা পেজ আসতে আসতে দেখলাম, অন্য লেখা আসতে শুরু করলো, ভাবলাম এই লেখাগুলো কেন আসছে! উত্তর টা একদমই সহজ। পাখি শিরোনামের লেখার পরে যাদের শিরোনামে পাখি না থাকলেও লেখার মাঝে আছে, সেইসব লেখা। পৃথিবীর সুন্দর আর বিচিত্র এই সৃষ্টি নিয়ে কারো কল্পনা বা লেখাই থেমে থাকেনি। এখানে শুধু শিরোনামে পাখি আছে এরকম কিছু লেখা এনেছি। লেখাগুলো নিয়ে দু এক লাইন লিখবার ইচ্ছে ছিলো, বলতে গেলে সব লেখাই আমার পড়া, তবুও ইচ্ছেটা বাদ দিয়েছি। আমি এত কষ্ট করে ছবি তুলেছি ( কারো কারো কাছে অবশ্য সহজ), তা না দেখে লোকে লেখার দিকে বেশি মন দিক একদম চাইনা। (আমি বড্ড হিংসুটে)। পাখি নিয়ে এত বেশি লেখা, তাই অনিচ্ছায় অনেক লেখা বাদ পড়েছে বলে মনে কষ্ট নেবেন না। ছবিতোলা তো সবে শুরু করেছি, অস্থির আর বিরক্ত না করে আমি ক্ষান্ত হচ্ছিনা এত সহজে।
পড়ুয়াদের বলছি, চমৎকার এই পাখির লেখাগুলো কিন্তু সত্যিই চমৎকার। ( শুন্য'স চয়েজ) 🙂
IMG_6831-2-প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা-৮(জিসান শা ইকরাম)

IMG_7069 (3) [] []পাখি (ছাইরাছ হেলাল)

IMG_7111 (2) []মায়ার পাখি (মেহেরী তাজ)

IMG_6927 (2) []প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা-৯ (জিসান শা ইকরাম)

IMG_7016 (3) []পাখি-শারমিন-বোঝেনা সে বোঝেনা (লীলাবতী)

IMG_7109 (2) []পাখি পাখি (বনলতা সেন)

IMG_6952 (2) []পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি (দীপঙ্কর চন্দ)

IMG_7113 (4) []
পাখি আমার একেলা পাখি(বোকা মানুষ)

IMG_7071 (3) [] []গাছ পাখির গল্প (আগুন রঙের শিমূল)

IMG_6905 (4)মনের পাখি (মেহেরী তাজ)

IMG_6962 (5) []পাখির ছানা (আবু জাকারিয়া)

IMG_6899 (6) []উট পাখিরা বুট দিয়ে পায়… স্যুট পরে লোক হাঁসায়।।:p (রম্য কাব্যঃ ইদানিং রাজনৈতিক এবং প্রশাসন)।
সীমান্ত উন্মাদ

IMG_6892 (2) []আমার পাখিরা (জিসান শা ইকরাম)

IMG_6928 (2) []এক পাখি (শুন্য শুন্যালয়)

0 Shares

৬১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ