পত্রবাহক বৃষ্টিধারা

অয়োময় অবান্তর ২৯ জুলাই ২০১৬, শুক্রবার, ০৫:২৬:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

অনেক রাতে ঘুম ভেঙ্গে যায়। তোমার কথা মনে পড়ে। অন্যকিছু মাথায় আসে না। বুঝতে পারি চোখ খচখচ করে। আমি বড় দুঃখ পুষে রাখি।

এত দিন আগের পরী কে ভেবে আজ কি আর কাঁদতে আছে? বাইরে এসে দেখি অঝোর বৃষ্টি নেমেছে। চারদিকে কি চমৎকার বৃষ্টি। উঠোন সে বৃষ্টিতে ভাসছে। কতদিনের চেনা ঘর-বাড়ি কেমন অচেনা লাগছে আজ।

শহরের দুই প্রান্তে একজন দেখবে উথালপাতাল বৃষ্টি অন্যজন অন্ধকার। বৃষ্টির কোমলতা ঘিরে রাখবে তোমাকে আর আমাকে গ্রাস করে নিকষ কালো অন্ধকার।

মনে মনে তোমাকে ডাকি। অস্পষ্ট স্বরে বলি, ভালবাসি ভালবাসি।
কেবল নিজের প্রতিধ্বনি শুনতে পাই।

আজ আমার বড় দুঃখের দিন। কাল বিকেলে তোমার বাড়ির সামনে দাঁড়ালেই হয়ত দেখা যাবে তুমি হাসি হাসি মুখে বারান্দায় দাঁড়িয়ে আছ। বিকেলের মিষ্টি আলো এসে পড়ছে তোমার চোখে-মুখে। আমাকে দেখে জানি খুশি হবে না। পরী, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করে।

আমি খুব দুঃখ পুষে রাখি। এক একদিন আমার কত পুরানো কথা মনে পড়ে। বুকের ভিতর আচমকা ধাক্কা লাগে। চোখে জল এসে পড়ে। এমন কেন আমি?

চারিদিক নির্জন। শহরতলীর মানুষেরা সব ঘুমিয়ে পড়েছে। চারদিকে বৃষ্টি পড়ছে। তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ।

রাতের কালো আকাশে বৃষ্টির ফোঁটা চিকমিক করে। আমি একা ববসে দেখি। মনে হয় কত যুগ আগে অন্য জন্মে এমন রাত এসেছিল।
তুমি বলেছিলে, কম কম ভালবাস, কম কষ্ট পাবা।

এসব কোন জন্মের কথা ভাবছি? মনে হচ্ছে এসব কি কখনো ঘটেছিল??

অনেকক্ষণ বসে আছি। রাত অনেক হয়েছে।

তোমার জন্য আমার মনে যে প্রগাঢ় ভালবাসা সঞ্চিত আছে তার সবটুকু দিয়ে তোমাকে জানাই, ভালবাসি। ভালবাসি পরী।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ