নিঃশব্দের ফিরে আসা

ছাইরাছ হেলাল ১৩ জানুয়ারি ২০১৭, শুক্রবার, ০৫:২২:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

মহাকালের সুদীর্ঘ নিস্তব্ধতার পরে,
নিঃশব্দ, কেন এলে?
শেষের এই জরাজটিলতার বিভগ্ন প্রহরগুঞ্জনে!!
ঘুমোতে যাব,

কিংকর্তব্যবিমূঢ়তায় ঢাকা পড়ে যাচ্ছি
শূন্যতার নিরর্থ প্রলাপে,
ঘুমোই এবার?

বলেছিলেতো
সবকিছুই নাকি অন্তঃসারশূন্য, বস্তাপচা,
টুকে-ফুকে লেখা হীনশব্দস্রোত!
ঘুমোলাম;

তবে দেখেনি যে
জীবনচাঞ্চল্যের অহেতুক ভিড়ে কাশফুলের গায়ে
অনন্যসাধারণ সোনালী সূর্যাস্ত, শতাব্দীপরম্পরায় অদ্বিতীয় রুপোলি নদীর
শাঁই শাঁই জল স্রোতের জলকল্লোল, রাহুমুক্ত সাদা চাঁদ;

হৃদপিণ্ডস্পন্দনের অমরতার স্বাদ-আস্বাদ
পাবেনাতো সে;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ