রিদা, তোমাকে আমি গোপনে প্রিয়তমেষু বলে
ডাকি। তোমার জন্য আমার অনেক কিছু করতে
ইচ্ছে হয়। প্রতি রাতে তোমাকে নিয়ে কত কী
ভাবি! যেন তোমার কঠিন অসুখ করেছে। শুয়ে
শুয়ে দিন গুনছ মৃত্যুর। হঠাৎ একদিন আমি গিয়ে দাঁড়ালাম তোমার বিছানার পাশে। তুমি ছেলেমানুষের মত বললে, এতদিন পরে এলেন?

আমি বললাম, তুমি তো কখনো ডাকনি রিদা। ডাকলেই আসতাম।

তুমি বিবর্ণ ঠোঁটে হাসলে। আমি বসলাম তোমার
পাশে। জানালা দিয়ে হুঁ-হুঁ করে হাওয়া আসছে। হাওয়ায় কাঁপছে তোমার রেশমি চুল। আমি তোমার মাথায় হাত রাখলাম। তুমি বললে, জানেন আমার যে একটা ময়না পাখি ছিল সেটি ঠিক মানুষের মত শিস দিত, খাঁচা ভেঙে পালিয়েছে।

কি হাস্যকর ছেলেমানুষি ভাবনা। কতদিন ভাবতে
ভাবতে রাত হয়ে যায়। রাস্তায় নিশি পাওয়া কুকুর চেঁচায়।

ভালবাসার উৎস কি আমি জানি না। আমার মনে হয় ভালবাসা হচ্ছে স্বর্গীয়। পুত, পবিত্র এবং শাশ্বত।
একদিন রিদার বয়স হবে। পাক ধরবে তার চুলে,
পোকায় কাটা অশক্ত দাঁতে কালো ছোপ পড়বে,
ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টিতে তখন কি সে
দেখতে পাবে বছর চল্লিশ আগে একটি অনুভূতিপ্রবণ ছেলে কান পেতে আছে কখন সেই কোমল কন্ঠ শোনা যাবে, ভালোবাসি,
ভালোবাসি।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ