দুই দিনের দুনিয়ায় কত বিবাদ !!!!

স্বপ্ন নীলা ১১ নভেম্বর ২০১৭, শনিবার, ০৯:১২:৪২অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য

কোন ধর্মই বলে না যে তোমরা মানুষকে খোঁচাও -- তাদের নবী / অবতারদের নিয়ে ঠাট্টা তামাসা কর ---- কোন ধর্মই বলে না যে তোমরা বাড়াবাড়ি করে মানুষের ঘর বাড়ি জালিযে দাও -- হায় ! আমরা এ কোথায় অবস্থান করছি !!! প্রতিটি ধর্ম ধৈর্য্য ধারনের কথা বলে, সহযোগিতা, সহানুভূতি, আর ইমপ্যাথির কথা বলে - একজন অন্যায় করলো আর তার দায় কেন এত মানুষকে নিতে হবে !!! যে অন্য মানুষের মনে আঘাত দিয়েছে তার শাস্তিতো প্রচলিত আইন অনুযায়ীই হবে --- তবে কেন আমরা ধৈর্য্য ধারণ করতে পারি না !!! আমরা কি কখনো ভেবে দেখেছি যে, ক্ষতি যা হবার সবতো যে কোন ধর্ম এর অতি দরিদ্র মানুষদেরই হয়, উচুতলার মানুষদের হয় না --- ধনীরা কিছুদিন লম্ফঝম্ফ করে --ব্যাস এই পর্যন্তই ----- কিন্তু অসহায় দরিদ্র মানুষেরা !! যাদের তিল তিল করে গড়া সংসার !! তারা কি সব এক নিমেষেই আগের মতই করে ফেলতে পারে !!! সব দেশে মনে হয় দরিদ্ররা আর অতি নিম্নবিত্তরাই সংখ্যালুঘু -- আর বাকী সকল ধর্ম বর্ণ এর মানুষ মনে হয় সব এক কাতারের ---

আমার খুবই মনে পড়ে আমার বাবা আর কাকার কথা। ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হলো, এই নিয়ে এই দেশেও একটু গরম সরম অবস্থা। আমার বাবা আর কাকা আমাদের এলাকার সব তরুন আর মরুব্বীদের জড়ো করে বললেন যে, কোন দেশে কি হয়েছে জানি না, তবে আমাদের এলাকায় কোন টু শব্দটিও যেন না হয়, এটি কোনভাবেই বরদাস্ত করা হবে না। ব্যাস !! কোন টু শব্দটিও হয় নাই -- আজ বাবা নাই, কাকাও নাই। চোখে আমার পানিতে ভরে যাচ্ছে। নীল কষ্ট মনের ভেতর ভর করেছে। “ওরে তোরা আমার ভাই, বোন, স্বজন, আমার প্রতিবেশি, আমার দেশের প্রিয়জন। ডান হাত আমার, বামহাতও কিন্তু আমার। আসুন প্রতিজ্ঞা করি আর নয় হানাহানি --পরষ্পরের প্রতি শ্রদ্ধাশীল হই -- মানুষ হিসেবে মানুষের পাশে দাড়াই -------

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ