দিবস পালনে কাজে আসেনা গতি, খাতা কলমে বন্দি। অন্তরে ঠাই না দিয়ে মুখের বুলিতে হবেনা উন্নতির কোন লক্ষন। আগে হ্রিদয়াত্ত্বায় ধারন করে হও আগুয়ান তবেই হবে জয় দেশমাতৃকার। 11836836_721945984615897_4233005970011229126_n1

কাঁদো, বাঙ্গালি কাঁদো। আমার জানতে ইচ্ছে করে এইভাই কি নিজে বঙ্গবন্ধুকে অন্তরাত্তায় ধারন করে কেদেছেন?? কাদলে তাঁর স্বপ্ন বুকে নিয়ে দুর্নীতি অকাজ কুকাজে কেমনে লিপ্ত হন! তাই সামান্য খাওয়ার ছবিখানা এখানে দিলাম সংগ্রহ শ্রধ্বেয় জিশান শা  ইকরাম ভায়ের পোস্ট থেকে। যারা সামান্য খাবার গরীব অসহায় মানুষকে বিলাতে পারেনা তারা কেমনে মহৎপ্রাণ হয়ে মানুষের সেবা করবে??? মানুষের পাশে দাঁড়াবে?? কিভাবে অন্যের বিপদে ঝাপিয়ে পড়বে??

13925083_870019719769774_8511842299808935471_n

1439614069_18381

বংগবন্ধু বেঁচে রয়েছে সকল বাংগালীর মনে প্রানে । বংগবন্ধু সবার সব বাঙ্গালির।

antorjatik-manobodhikar-dibos

বছর বছর টাকা খরচ করে বিভিন্ন বাৎসরিক  যা খরচ খাতা কলমে করেন তাঁর অর্ধেকও মানুষ সেবা পায় কি?  মানুষের সেবা করার মন মানসিকতার মানসিক উন্নতি ঘটে না। তাতে মানুষের কি সেবা পাবে। বড় বড় ডায়ালগ ভাষণে বিবৃতে কাজে নয় কেন?

aykor-dibos

আয়কর অফিস  দুর্নীতি করে আর এই সব মেলার আয়োজন করে লাখ লাখ টাকা খরচের খাতায় জমা করে তাতে সরকারের তহবিলে খচের পরিমান বাড়ায়। কেউ বেশি আয়কর দিলে তাকে অবৈধয় টাকার মালিকের ভয় দেখিয়ে অবৈধ আয়ের পথ খোচেন তাতে আওয়করদাতার টাকাও বাচান আবার নিজের তহবিল বাড়ান।

 

download-1

প্রতিবন্ধী সেবার নামে বিদেশ থেকে সুপথ বা কুপথে কোটি কোটি টাকা আনে দেশীয় এন.জি. ও গুলো তা কতজন অভাগা গরীব অসহায় পরিবার পায় তা জানিনা। কিন্তু এন.জি. ও গুলোর নির্বাহী পরিচালক, ডাইরেক্টর, চেয়ারম্যান ের সৈখিন জীবনযাপন করতে পারে। তবে হ্যা এই কিছু এন. জি. ও কর্মী বা সমাজকর্মী আছে যারা অন্তরাত্মা দিয়ে প্রতবন্ধীদের সেবা বা আদর করেন। আমি এই দেখেছি নালা পড়া প্রতিবন্ধীদের নালা নিজ হাতে পরিস্কার করে দেয় যা উদাহরন দেওয়া যায়না।

download-2

আন্তর্জাতিক নার্স দিবস পালন আর ক্ষমতায় থেকে নার্সদের অধিকারে রাস্তায় পেটান কি চমৎকার দেখা যায় নার্স রা  মাইর খায়।

 

download-6

images-11

শ্শ্ররমিক দিবস পালন শ্রমিকদের উপহাস করার জন্যই। তাদের পেটপুর খাওয়ার জন্য শ্রমের মুল্য দেওয়া হয়না অথচ এই দিবসে ক্যাপ/ফেস্টুন গেঞ্জি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরানো গতরের শক্তি খরচের জন্য।

 

 

download-7

সাধারন জনগনের দুঃখ কস্ট কত টুকু লাঘব করে উনারাই ভাল জানে।

images-8

এই কৃষি ক্ষেত্রে বর্তমান সরকার ভালই উন্নতি করেছে তাঁর ফল উৎপাদন বেড়েছে কৃষির প্রায় সকল ক্ষেত্রে।

 

%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8

ভ্যাট দেয় শিল্প, ব্যাবসায়ীরা ঘর/বিল্ডিং ব্যাংক ব্যালেন্স করে রাজস্ব কর্মকর্তারা।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ