তোমাকে আমার মনে পড়বেই

অরণ্য ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ০৪:৪৫:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১০৬ মন্তব্য

বন্ধুবর সজীবের দেয়া "1961 Ferrari 250 GT SWB California Spyder" নিয়ে যখন বের হলাম বাসা থেকে গাড়িতে গান বাজতে শুরু করল তোমার জন্য অরণ্য। বাসার গলি, মিরপুর রোডের জ্যাম, নিউমার্কেটের ঈদের জ্যাম পেরিয়ে যখন ঢাকা ভার্সিটিতে ঢুকছি তখনই আমার পাশের বন্ধু বলে উঠল “দোস্ত! লাগা এবার গানটা।” একটা গান ছিলই ঠিক করা এমন গাড়িতে রাইড করার জন্য – এ দিল দিওয়ানা... ।দূরত্ব বেশি নয় বলে ইচ্ছে করেই এদিক ওদিক ঘোরাঘুরি করলাম গানের ভলিউম বাড়িয়ে। এফ রহমান হল ক্রস করে ফুলার রোড হয়ে টিএসসি মাড়ালাম জগন্নাথ হলের পাশ দিয়ে। ডাস ঘুরে ফের উল্টো দিকে চললাম। পাশে পড়ে রইল আমার শামসুন্নাহার হলের সড়কদ্বীপ, আমার চেনা ফুটপাত – এ দিল দিওয়ানা... দিওয়ানা আ আ এ দিল... । শহীদ মিনারকে ডানে রেখে বামে মোড় নিলাম; বামে দাঁড়িয়ে আমার সাইন্স লাইব্রেরি – আহারে স্মৃতি! দোয়েল চত্বর ঘুরে ঢুকে গেলাম আমার বাড়ির আঙ্গিনায় – আমার লাল প্রেম, আমার কার্জন হল।

কথা ছিল ‘উল্লাস’ হবে। তা হয়নি শেষ পর্যন্ত। হয়েছে আড্ডা, গান – কিছু পিছন ফেরা। অনেক বছর পর গাইলাম “যত দূরে দূরে দূরে যাবে বন্ধু...”। শব্দগুলো এতটাই ভিতরে গাঁথা হয়ে আছে যে কোন ভুল ছাড়াই গাইলাম পুরোটা! বন্ধুদের সেই হাততালি সাথে “সাবাস!”। আমার কিছু করার নেই টের পেলাম। মনে পড়েই গেল আমার কতকিছু! আমার সেই অনুভব – সেই মুখ!। সাথে সাথেই যেন বেরিয়ে এল এমনিতেই “কেউ নেই করিডোরে ক্লাসরুমগুলো ফাঁকা...”। এই আমরা, এই আমাদের জীবন।
_________________________________________________________

তোমাকে আমার মনে পড়বেই
আমি না চাইলেও স্মৃতিতে আমি হারাবোই
আমার কিছু করার নেই যে!
তোমাকে মনে পড়বে সুমনের “তোমাকে চাই”-এ
তোমাকে মনে পড়বেই
আমিও হারাবো মূহুর্তেই
“গোছানোর কথা ছিল এমনই সময়
সব অগোছালো কথা জমা নীরবতায়”!
তোমাকে মনে পড়বে আমার শহীদুল্লাহ হলে
আমার ৮০৫ এর জীবনে
তোমাকে মনে পড়বে ডীন অফিসের লাল বিল্ডিং দেখে
দাঁড়িয়ে আছে কোন এক তরুণ
তুমি ভর্তি হতে আসবে এই অপেক্ষায়
কিন্তু তুমি আসনি।
তোমাকে মনে পড়বে ঢাকা-রাজশাহীর বাসে
তোমাকে মনে পড়বে এসআর পরিবহনে
নাইট কোচে হুট করে বেজে উঠবে চিত্রা সিং
"বাঁকা চোখে বলোনা"।
তোমাকে মনে পড়বে আমার যদিতে
মনে পড়বে নচিকেতায়
"হয়তো কারোর বুকে মাথা রেখে"
মনে পড়বে অঞ্জন দত্তে
"আমি বৃষ্টি দেখেছি"।
তোমাকে মনে পড়বে আমার
ঘোর লাগা সুগন্ধে, হাসনাহেনার।
মনে পড়বে তোমায় কাঠমল্লিকায়
পড়বে মনে গোলাপ চাষে
টেপ কলমের জ্ঞান দিতে গেলেই
মনে তোমায় পড়বেই।
মনে পড়বে তোমায় মধ্যদুপুরের গরম বালিতে
কোন শুকনো নদীতে কিংবা সাগরপাড়ে।
মনে পড়বে তোমায় জগজিৎ সিং-এ
বেশি কিছু আশা করা ভুল
"ম্যায় নাশে মে হুঁ" তে।
কোন এক বন্ধু ইউটিউব থেকে বাজিয়ে শোনাবে
ব্রুনো মারস; "জাস্ট দ্যা ওয়ে ইউ আর"।
তখন তোমায় মনে পড়বে।
শ্যালে থেকে উঠতে গিয়ে
হুট করে চোখে পড়বে স্ক্রিনে; চলছে “চিয়ারলিডার”।
আমি বলব “আরেকটু”।
গান শেষে বিড়বিড় করে একাই বলতে থাকব
“আই ওয়ান্ট মাই চিয়ারলিডার ব্যাক”।
তখন হয়তো তোমাকেই মনে পড়বে আমার।
তোমাকে আমার মনে পড়বে
আমার কোন এক পারিবারিক আড্ডায়
হয়তো কেউ তোমার নাম ধরেই জিজ্ঞাস করবে
তুমি কেমন আছ?
হয়তো তুমি হবে আমার দীর্ঘশ্বাস
তোমাকে মনে পড়বেই আমার।
মনে হয় আরেকবার তোমায় মনে পড়বেই
ওপারে গেলে
সাধারণ জিজ্ঞাসাবাদের পর
কোন একজন জিজ্ঞেস করে বসতে পারে
“কি রে খোকা প্রেম ছিল না ওপারে?”
আমি একটু হাসবো মাত্র – আমার মুচকি হাসি
হয়তো তোমাকেই ভেবে।

______________________________________________________
পোস্টটি ভালো লাগলে জিসান ভাই এবং সজীবকে ধন্যবাদ দিতে পারেন। আমি যেন না লিখে পারলামই না!

0 Shares

১০৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ