জল-চোখের চারাটি

ছাইরাছ হেলাল ১৫ মে ২০১৭, সোমবার, ০৬:৩২:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

শিকড়-শুদ্ধ এই মাত্র যে চারাগাছটি ছিট্‌কে গেল,
কিছু ফুল সেখানে ছিল, ছিল মৌমাছিদের আনাগোনা,
কিছু ফলের কথাও ভাবনায় এলো,
মালী, উত্তপ্ত-ক্রোধ-বাষ্প ছাড়াই কাজ করে যাচ্ছে
নিয়ম মেনে,
এ-বাগানে কোন বুনো-কবিতার-জায়গা!!
হতেই পারে-না, নির্যাস নিংড়ে;

চারাটি কোন রক্ত-অভিশাপ দেয়-না, জীবন্ত পুড়িয়ে মারা
বা পাথর নিক্ষেপের কথাও ভাবনায় আনে-না।
এ-রক্তাক্ত ব্যভিচারের ঘাত-প্রতিঘাত বুকে বয়ে
সমাধি-ফলকে দাঁড়ায়, কাছ-ঘেঁষে, নত-মুখে,
জল-চোখে;

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ