জলের গান

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ১৪ নভেম্বর ২০১৫, শনিবার, ১২:১৯:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

কোনো কোনো দিন মিশে যায় রাতের সাথে
কোনো কোনো রাত একাকার হয়ে যায় দিনের সাথে
সময়ের সন্ধিক্ষণে আলাদা থাকে একমাত্র ভোর
মুগ্ধতায় বলীয়ান হয়ে অথবা মুগ্ধতায় দীনতায়।

ম্যানিলার রাত
11219579_733582556746825_1567403016116654647_n
বিলাস বহুল হোটেলের কক্ষ নং ১৪০৯ এর বারান্দায় বসে আছে এক অ-বিলাসি
ঘোলাটে চোখ দেখে কালো পথে জটলা
সরীসৃপ আকৃতিতে হাত পা ছড়িয়ে পরে আছে মানুষের অবয়বে একজন
লাল রক্ত দূর হতে কালোই দেখায়
ঘিরে আছে উৎসুক বেশ কয়েকজোড়া চোখ
আহা কিভাবে পরে গেলো সে হোটেলের সুউচ্চ কোন তলা থেকে? আহারে মানুষ কিভাবে মরে থাকে
চোখ গুলো জানে না এতো মানুষ নয়, মানুষের মুখোশে অন্য কোন জীব
টাকিলার দেহের অর্ধেক স্বচ্ছ জল তখন জলে মিসে যাওয়ায় জলে নাচন।

অথচ ম্যানিলার দিনটি এমন ছিলনা
12241265_733582610080153_740020533187675847_n
স্বাভাবিক আনন্দময় দিনে  ছিল মুগ্ধতা সব কিছুতে
প্রতিটি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসে ছিলো আনন্দের শিহরণ
জলের মুগ্ধতা মুগ্ধতার জল একাকার
এক অস্তিত্বে বিলীন।
টাকিলার কথা ভাবেইনি সে তখন।

রাত্রি শেষের  ভোর এভাবেই আসে
11218179_733582630080151_245362695678451241_n
রাতের ঝলমলে আলোর অন্ধকারে ডুবে যাওয়া মনে হঠাৎ ভোরের হাতছানি
কী এক শক্তিতে বলীয়ান
ভিতর হতে মুগ্ধতার অভয় বানী জল আমি আছি আমি আছি
হিম শীতল মৃত্যু উপত্যকায় জলের স্রোত
জলে ভিজে যায় সব শুদ্ধ হয় মুগ্ধতায় সমর্পণে
টাকিলার জল হীন শুষ্ক দেহ দেখে তাচ্ছিল্যের হাসি।

অতঃপর
IMG_1369 [640x480]
মুগ্ধতা ঝরে পরে জলের বুকে
ডায়মন্ড সৌন্দর্যে চোখ ধাঁধানো মিলন
জলের কি সাধ্য একাকী এমন উজ্জ্বলতা ধারনে।

যাতে শতভাগ সমর্পিত আমি
মুগ্ধতা তোমার জন্য জলের গান 

ম্যানিলা
৮ নভেম্বর ২০১৫

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ