ছবি কোন গল্প নয়

শুন্য শুন্যালয় ২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার, ০২:৫৮:৪২অপরাহ্ন ছবিব্লগ ৩৩ মন্তব্য

20170412_110005ইশ কী ঠান্ডা শীতল তুই জল! দিলাম ডুব এক, দুই, তিন।

20170412_110007-2আমার দূর্দশায় হেসে হেসে খুব যে নাচছিস? তালে তালে স্পন্দন তুলেছিস! মরেছিস তুই টের পাবি দেখিস।

img_3356-3আমি মরলে বুঝি তোর খুব আনন্দ! তোর ছায়া বাঁকিয়ে দেবার কেউ থাকবে?

img_3264-2থাকবে নাতো কী! তুই তো যন্ত্রণার গোলাবারুদ। অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে কোথায় যে লুকাই খুঁজেই পাইনা যেন।

img_3252-2 এমন জ্বালালে দেখিস তোর বুকে হাজার দমকা বাতাসে হু হু ঠান্ডা স্রোত তুলে খুঁজে নেবো বন্ধু কোন।

img_3029-3রঙিন আলোয় তোর বুকেই দুদ্দাম আনন্দ উল্লাসে সময় পেরুবো।

img_3262-3আবার হয়তো একা হবো। লজ্জায় তোর পাশেই ঘুরে ঘুরে হয়তো কিছু বলতে গিয়েও আর বলা হবেনা।

img_3307-3তোর প্রশ্রয়ের জন্য হাহাকারে হয়তো জলচোখে ভরা তোর ঝিকিমিকি চোখে পড়বেনা, কিংবা পড়বে।

img_3287-2এরপর বিস্তৃত হাসির জলে ঢাকা পড়বে অসহ্য দীর্ঘনিঃশ্বাস

img_3250-2 পাখি নেমে যাবে জলে ফের আবার, কিছুটা দ্বিধায় নতজানুতে

img_3280-4ডুবে যাবে পাখি ও জল। জলের ক্ষত নেচে উঠবে আবার ও আবার, পুরনো দাগ রেখেই।

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ