কোজাগরী পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না হয়ে জ্বলে আছে, আজ
নাতি-পুতির জন্মদিনে, জন্মের দিন হয়-না, দিনের জন্ম-ও না!!
তবুও গুটিগুটি পায়ে চাঁদ হাঁটে, চিল্লায়, হাসে, চিকনগুনিয়ার সাথে সাথে;
নষ্ট মাথার টাউক্কা কবি ফ্যাল ফ্যালিয়ে হাসে, মরিবার হয়েছে সাধ, অকালে!!
মরুক না সে!! হেহে ফেফে করে;

চাঁদ-জ্যোৎস্নায় নেই আজ কোন গ্রহণ;
অঝোর বর্ষার এই সোনালুর বন, দেখে জুড়ায় প্রাণ-মন,
স্বপ্নে দেখা স্বপ্নের চন্দ্রমল্লিকা উষ্ণতার উল্কিতে এঁকে রাখে নূতন জীবন;

যেবান-সোনা বেঁচে বর্তে থাকুক ধ্রুবতারার বেশে
ঐ একরাশ নীলের আকাশে, মা মেরির আলো ছুঁয়ে;

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ