যেদিক ইচ্ছে চলে যাও তুমি! যাও না, বলছি যেতে তোমাকেও, যাও চলে তুমিও, যাও! জেনো, চলে গেলে তুমি অর্থাৎ তোমার প্রস্থান সম্পর্কে নিশ্চিত হলে, নিশ্চিত হয়ে সম্পূর্ণ-, আসন্ন শীতের এই ঝিরিঝিরি হাওয়ায় ভালোবাসাকে পুনর্বার আমন্ত্রণ জানাবো আমি, জানাবো আমন্ত্রণ গত বছরের পাতাগুলোকে মাড়িয়ে এসে, জানাবো বাস্তবিকই। অতঃপর রুমাল হবো যেন অবাধ্য বাতাসে! যেন রঙবেরঙের যত সম্ভাবনাকে দেখে নিতে চাইবো পুনর্বার, দেখে নেবো যেন গত হয়ে যাওয়া দীর্ঘশ্বাসের যত কুশীলব মাড়িয়ে এসে। দেখো, জীবনকে বহুবার বহুভাবে দেখেছি আমি, দেখেছি ওলট পালট করে ভালোবাসাকেও! প্রকৃতভাবে দেখে নিতে চাই আবারো, চাই দেখে যেতে নতুনভাবে আরও কিছুবার। কেনোনা, প্রস্থানের চেয়ে মূলত সহজ কোনো সমাধান নেই ভালোবাসায়, নেই জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রসঙ্গেও!

নিঃশ্বাসে পতনের শব্দ ভেসে আসার আগে, বেরিয়ে আসার আসার আগে বেদনাদীর্ণ কিংবা অদ্ভুত কোনো দীর্ঘশ্বাস, আরেক জীবনকে, অন্য আরেক জীবনকে এভাবে, এভাবেই আলিঙ্গন করে যেতে চাই, চাই ছুঁয়ে যেতে সম্পূর্ণ স্বতন্ত্র অন্য কোনো স্বপ্নকে। আমার জীবনকে অন্য জীবনের ভেতর দিয়ে, বৈচিত্রময় সব সম্ভাবনার ভেতর দিয়ে এভাবেই প্রবাহিত করে যাবো আমি, যাবো ক্রমান্বয়ে ধীরে ধীরে করে, যাবো করে শেষ দিনটি পর্যন্ত। দেখতে দেখতে মৃত্যু পর্যন্ত এমন কত সহস্র জীবনকে যে আলিঙ্গন করে যাবো আমি, যাবো করে কত যে সহস্র স্বপ্নকে তা বোধহয় ভাবেন নি ঈশ্বরও আমার!

২২ নভেম্বর ২০১৩
শেষরাত্রি, উত্তরা।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ