গোলাপের নানা রং

শুন্য শুন্যালয় ৮ মার্চ ২০১৭, বুধবার, ০৯:২৮:০৯পূর্বাহ্ন ছবিব্লগ ৫১ মন্তব্য

এই লেখাটি দুজন ভেজাল নামের মানুষকে উৎসর্গিত। একজনের নাম মৌনতা, বুঝতেই পারছেন কেন ভেজাল। কারণ তাহার মতো মুখরা গুন্ডা নারীর নাম মৌনতা কী করে হয়! আরেকজন মিষ্টি জ্বিন। জ্বিন ভূতের কথা শুনলেই যেই ইট ছোড়াছুড়ি র কথা মনে পড়ে ইনি তাই- ই। শুধু নামের আগে মিষ্টি জুড়ে দিয়ে উনি ফরমালিন এর চাইতে দামী ভেজাল জুড়ে দিয়েছেন। বাপ্রে কি যে পাজি মেয়ে!
বলেছিলাম না দুটাকে গোলাপের মধ্যে ডুবিয়ে মারবো? নিয়ে এসেছি গোলাপ সমুদ্র। এ গোলাপে কাঁটাও আছে। যদি পারো বেঁচে থাকো, এ তোমাদের অগ্নি নয়, গোলাপ পরীক্ষা। ছুঁয়ে ছুঁয়ে দেখো তবু আঁচলে নিওনা। আঁচল ছিড়ে গেলে বেলী কুড়াবে কী করে!!

গোলাপী বেগম
গোলাপ আমার প্রিয় ফুল নয়। একটু আধটু তাকিয়ে দেখি, সুন্দরের দিকে তাকানো যেতেই পারে, সে প্রিয় হবে এমন নয়।

হলুদ গোলাপ
ভূবন জুড়ে গোলাপ ফোঁটাবে, রোপণ করেছিলে তো? ও যে আপনা আপনি ফোঁটার নয়।

রক্তলাল গোলাপ
কেউ দেখে গোলাপের রং, কেউ নেয় সুবাস, আর কেউ তার কাঁটা। বাহ্ দেখা নেয়ার এতো খেলা! নানা রং এর মানুষ।

কেমন যেন নামছাড়া রং। ভারি মিষ্টি
অকালে গোলাপ ছুঁয়ে সর্বনাশী হলে, কতো কাল ঝরা পাপড়িগুলো অভিশপ্ত করলে বলোতো!!

বুবুর প্রিয় সাদাগোলাপ
জীবন ফুলশয্যা নয় এর ইংরেজি দেখেছো? life is not a bed of roses. কারো কাছে ফুল মানে শুধুই গোলাপ। এককানা নয় কী?

বেগুনী গোলাপ
কোথায় যেন সুন্দর একটা কথা পড়েছিলাম, সবাই বলে গোলাপে কাঁটা থাকে, আমিতো উল্টো বলি কাঁটাতে গোলাপ ফোঁটে।

অদ্ভুত প্রিন্টেড গোলাপ
এক গোলাপ গাছে দুইটি গোলাপ ছিলো। টোকা দেয়ায় ঝরে পড়লো একটি, আরেকটি বেঁচে থেকে শুকিয়ে মরলো।

লাল গোলাপ
প্রকৃতির গোলাপ আর মানুষের বানানো সুন্দর কিছু, কে জিতবে? আমিতো বলি মানুষ।

হলুদ, কমলার মিশ্র গোলাপ
গোলাপ ফোঁটার ভয়েই কিনা গ্রীষ্ম চলে যায় কে জানে। শুরু হলো আমার পাতা ঝরার দিন, আর তোমার আমের মুকুল ঘ্রাণ নেবার।

মিষ্টি গোলাপী
কোন এক গোলাপপ্রেমিক নিংড়ে নেবে শেষটুকু, এই আশাতেই তৈরি করলো গোলাপজল। সবকিছুর শেষ অই চেটেপুটে নেওয়াতেই।

সাদা ও পিংক গোলাপ
রজনীগন্ধার একটা স্টিকের বিনিময়ে তোমাকে একশো গোলাপ চুরি করে এনে দেব। কী, ইকুয়াল করতে বসেছ? এক রজনীগন্ধা ইকুয়াল একশো গোলাপ? ভাবলে না একবারো, আমার আনন্দ ইকুয়াল তোমার আনন্দ!!

একটা গোলাপ দেবো; বলো, একশো আদর দেবে? ও, তুমি রাজি? চাইনা আদর। গোলাপের সিজন ফুরালে কী করবে? 🙁

পুনশ্চঃ অনেক বকেছি বুঝি? এই নাও তোমাদের দুজনের জন্য দুই গোলাপ -{@   -{@ সাথে হৃদয়খানাও (3

0 Shares

৫১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ