গান-১৭০

রকিব লিখন ৬ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫২:৪৪অপরাহ্ন সঙ্গীত ২ মন্তব্য

আগেও তোমার পরেও তোমার
মাঝে ছোট্ট জিন্দেগী
রঙ দুনিয়ায় পাঠাইয়া আবার
করতে বল কেন বন্দেগী

বাহাত্তুর কাতারে করিয়া দাড়
ফায়সালা তুমি করেছ তার
কে পাবে বেহেস্ত হাসি
কে হবে দোযখ বাসী
এখন কেন করতে বল
আমায় তোমার বন্দেগী
ও সাঁই আমার

বিধান তোমার আগেই আঁকা
রাখছো করে মাপা ঝোকা
রঙ দুনিয়ায় বসাইয়া মেলা
খেলছো তুমি শখের খেলা
যেমনে চলাও সেমনে চলি
তোমার তরেই এ জিন্দেগী
ও সাঁই আমার

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ