গল্পগুলো আমার….(প্রথম পর্ব)

রিফাত নওরিন ২২ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার, ০৩:১৬:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

আমার রাফান, দেখি কয়েকদিন ধরে গান করতেছে, প্রথমে বুঝে ওঠতে পারিনি!! পরে খেয়াল করলে শুনি, গানের লাইনগুলি এমন-

- "কষ্টে নিশি কাটেলো...কষ্টে নিশি কাটে"...

আমি তো অবাক হয়ে গেলাম, হাসব নাকি কাঁদব কিছুই বুঝে উঠতে পারলাম না,বাচ্চাটা আমার এই গান গাচ্ছে..এই ধরনের গানতো আমি শুনি না!!

মনে মনে বললাম, তুমিতো ভালো করে বাংলায় কথাই বলতে পারো না, গান কেমনে শিখলা !!

কিছুটা রাগ করে, পুত্রের পিতার কাছে আমার জানতে চাওয়া-
- রাফান কি গাচ্ছে শুনেছ নাকি?
- সে বললো, কই জানি নাতো
আমি বুঝলাম, তিনি আমার প্রশ্নের উত্তর কি দিবেন, বার্সেলোনার খেলায় মগ্ন যে আছেন!!
আমারতো টেনশনের শেষ নাই, পরে ছেলেকে কাছে ডেকে জানতে চাইলাম -
-বাবা, গানটা কোথায় শুনছ?
-ছেলে বলে, মাম্মি টিভিতে!!

পরে, গানের উৎস খুজতে গিয়ে আবিষ্কার করলাম-
ছোট পুত্রকে যখন আমি ঘুম পাড়াতে নিয়ে যাই, তখন রাফান টিভি দেখে, আর সকালবেলা বাংলাদেশের সব চ্যানেলে দেখি কেমন সব শিল্পিদের দিয়ে গান গাওয়ানো হয়!!
প্রতিটা চ্যানেলেই দেখি, সকালের গান, বিকালের গান হেনতেনো!!!
হয়তো, সেই রকম কোন চ্যানেলে কেউ গাওয়ার সময়, পুত্র আমার মনোযোগী শ্রোতার মতো গানের লাইনটুকু শিখে নিয়েছে!!!

আমি জানি, আমার ছেলেটা গান শুনতে ভালোবাসে,
ওকে যখন পিছনে বসিয়ে ড্রাইভ করে বড় ছেলেকে স্কুলে দিতে যাই, গাড়ির অডিওতে কখনো বেজে ওঠে হেমন্ত,শ্রীকান্ত কখনোবা ইন্দ্রাণী সেনের গান!!
মায়ের মতো, রবীন্দ্র সংগীতগুলোই বেশি শোনে আমার ছেলে!!

হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় ..."তোমায় গান শোনাব" গানটি, ভীষন মনোযোগী শ্রোতার মতো সে শোনে!!

এরপর যদি ইন্দ্রাণী সেনের কোন গান বেজে ওঠে, তবে সে বলে ওঠবে - "মাম্মি গ্রান্ড পা সনগ দাও"....
আমি প্রথমে বুঝতে পারতাম না, জানতে চাইতাম-
- কি বলো, "বাবা গ্রান্ড-পা, সনগ কোনটা"?
পরে বুঝতে পারতাম সে হেমন্তের গানটাই শুনতে চাইছে বারবার!!!
ভাবলাম, বেশ নাম দিলো তো আমার ছেলে, হেমন্ত মুখোপাধ্যায়কে "গ্রান্ড-পা"...চাট্টিখানি কথা নয়..!!!

মাঝে মাঝে মনে হয়, এখানে কাছাকাছি যদি একটা বাংলা গানের স্কুল থাকতো, তবে আমি তাকে ভর্তি করিয়ে দিতাম৷ মায়ের মতো গান শিখতো আমার ছেলেটা!!
যদিও তার মা শিল্পী হয়ে ওঠেনি, তবুও শিল্পের আবেগটুকু আজো ধরে রেখেছে মনের ভিতর!!!

এরপর, কোন এক ক্লান্ত বিকেলে, হয়তো আমরা মা-ছেলে মিলে একসাথে গাইতাম...
"পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়...
ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়"..!!

 

রিফাত নওরিন
আটলান্টা, যুক্তরাষ্ট্র

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ