বিভিন্ন প্রয়োজনে আমাদের ফাইল শেয়ার করার প্রয়োজন পড়ে। আর সেই প্রয়োজন মেটাতেই এগিয়ে এসেছে ক্লাউড ড্রাইভ গুলি। ক্লাউড ড্রাইভের সহায়তায় খুব সহজেই আমরা প্রয়োজনীয় ফাইল গুলি বিভিন্ন উপায়ে শেয়ার করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে সচরাচর ক্লাউড ড্রাইভ গুলি ডাইরেক্ট ডাওনলোড লিংক সরবরাহ করে না। তারা ব্যবহারকারীর প্রয়োজন মত Public/Private লিংক সরবরাহ করে। পাবলিক লিংক সাধারণত সকলের জন্যেই উন্মুক্ত। কিন্তু সেটি ব্যবহার করে ফাইল ডাওনলোড করতে হলেও ক্লাউড সাইটের ডাওনলোড পেইজে যেতে হয়। কিন্তু ব্যবহারকারীর অজ্ঞতা কিংবা ডিভাইস ভিন্নতার কারণে অনেক সময় সবাই পাবলিক লিংক থেকেও ফাইলটি ডাওনলোড করতে পারে না।

আর এই সমস্যার সমাধান হচ্ছে হটলিংক কিংবা ডাইরেক্ট ডাওনলোড লিংক। শেয়ার করার পূর্বে ফাইলটির পাবলিক লিংকটিকে কিছু পরিবর্তন করে নিলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত সেই ডাইরেক্ট ডাওনলোড লিংক। যদিও সকল ক্লাউড স্টোরেজ হটলিংক এর সুবিধা দেয় না, তবুও জনপ্রিয় কিছু ক্লাউড গুলি ব্যবহার করে একটু চেষ্টা চালালে কাঙ্ক্ষিত হটলিংক বা ডাইরেক্ট ডাওনলোড লিংক পাওয়া সম্ভব।

 

 

Google Drive এ হোস্টেড ফাইলের হটলিংক তৈরি পদ্ধতিঃ


প্রথমে আপনি আপনার ফাইলটির পাবলিক শেয়ার লিংক সংগ্রহ করুন। পাবলিক শেয়ার লিংক সংগ্রহ করার জন্যে ফাইলের উপর মাউসের রাইট ক্লিক করুন। এরপর মেনু থেকে "Share..." সিলেক্ট করুন।

নতুন বক্স আসলে সেখান থেকে "Get shareable link" লেখাটিতে ক্লিক করুন।

কিছুক্ষণের মাঝেই এর পাশে থাকা ধূসর আইকনটি সবুজ রং ধারণ করবে। এর নিচেই Link sharing on এর অপশন বক্সে Anyone with the link can view সিলেক্ট করা অবস্থায় নিচে বক্সে থাকা লিংকটি কপি করুন।

মূলত এটিই আপনার পাবলিক শেয়ার লিংক।

 

এখন একে হটলিংকে রূপদান করতে হলে কিছু পরিবর্তন করে নিতে হবে। আপনার বর্তমান লিংকটি হবে এমন

https://drive.google.com/file/d/<FILE_ID>/view

এখন আপনাকে শুধু FILE_ID টি ঠিক রেখে এই লিংকের শেষে জুড়ে দিতে হবে-

https://drive.google.com/uc?export=download&id=[FILE_ID]

অর্থাৎ আপনার পাবলিক শেয়ার লিংকটি যদি হয়-

https://drive.google.com/file/d/0B58pniAi7Y-ZZllMdGdwTWV5LWc/view

তার হটলিংক হবে-

https://drive.google.com/uc?export=download&id=0B58pniAi7Y-ZZllMdGdwTWV5LWc

 

তবে এক্ষেত্রে লক্ষনীয় যে, আপনি শুধুমাত্র 25MB বা তার কম সাইজের ফাইলের হটলিংক পাবেন। ফাইল সাইজ যদি 25MB বা তার থেকে বেশি হয় তাহলে আপনার হটলিংক তৈরি করার পরও আপনাকে Virus Scan এর Scan Limit এর পেইজে নিয়ে যাবে। সেখান থেকে "Download Anyway" বাটে ক্লিক করার পর ফাইল ডাওনলোড শুরু হবে।

OneDrive বা SkyDrive এ হোস্টেড ফাইলের হটলিংক তৈরির পদ্ধতিঃ


প্রথমে আপনি আপনার পাবলিক শেয়ার লিংকটি সংগ্রহ করুন। পাবলিক শেয়ার লিংক সংগ্রহ করার জন্যে প্রথমে আপনি আপনার ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেনু থেকে Share এ ক্লিক করুন।

এরপর স্ক্রিনের বক্স থেকে Get a link অপশন সিলেক্ট করুন। Choose an Option থেকে Public সিলেক্ট করে Create link বাটনে ক্লিক করুন।

একটু পরই লিংক জেনারেট হয়ে বক্সে চলে আসবে, এটি সংরক্ষণ করুন।

মূলত এটিই আপনার পাবলিক শেয়ার লিংক।

 

লিংকটিকে ডাইরেক্ট ডাওনলোড লিংক বা হটলিংকে রূপান্তর করার জন্যে কিছু পরিবর্তন করতে হবে। আপনার বর্তমান পাবলিক শেয়ার লিংকটি দেখতে এমন-

https://onedrive.live.com/redir?resid=<FILE_ID>

এখন FILE_ID ঠিক রেখে প্রথম অংশটুকু পরিবর্তন করে নিন নিচের লিংকের মত-

https://onedrive.live.com/download?resid=[File_ID]

অর্থাৎ আপনার পাবলিক শেয়ার ফাইলটির লিংক যদি এমন হয়-

https://onedrive.live.com/redir?resid=648E01cf2f8a1942%21109

তাহলে এর পরিবর্তিত হট লিংকটি হবে-

https://onedrive.live.com/download?resid=648E01cf2f8a1942%21109

 

 

Dropbox এ হোস্টেড ফাইলের হটলিংক তৈরির পদ্ধতিঃ


প্রথমে আপনি আপনার পাবলিক শেয়ার লিংকটি সংগ্রহ করুন। পাবলিক শেয়ার লিংক সংগ্রহ করার জন্যে প্রথমে আপনি আপনার ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেনু থেকে Share অপশনটি সিলেক্ট করুন।

নতুন বক্সে প্রাপ্ত লিংকটি কপি করুন।

মূলত এই লিংকটি আপনার পাবলিক শেয়ার লিংক।

 

এখন প্রাপ্ত লিংকটির গঠন দেখতে নিচের মত হবে-

https://www.dropbox.com/s/<FILE_ID>/<FILE_NAME>?dl=0

এখন এর http://www.dorpbox.com অংশটি পরিবর্তন করে লিখুন dl.dropboxusercontent.com এবং শেষে 0 এর পরিবর্তে 1 লিখুন।

পরিবর্তনের পর আপনার লিংকটির গঠন হবে-

https://dl.dropboxusercontent.com/s/<FILE_ID>/<FILE_NAME>?dl=1

 

অর্থাৎ আপনার পাবলিক শেয়ার লিংকটি যদি হয়-

https://www.dropbox.com/s/klldsi8jhlkjk5jlkjk4/A%20Test%20File.doc?dl=0

তাহলে আপনার ডাইরেক্ট লিংক কিংবা হটলিংক হবে-

https://dl.dropboxusercontent.com/s/klldsi8jhlkjk5jlkjk4/A%20Test%20File.doc?dl=1

 

 

পদ্ধতি গুলি প্রাথমিক পর্যায়ে ঝামেলার মনে হতে পারে, কিন্তু বার কয়েক চেষ্টা করার পর আর ততটা জটিল মনে হবে না। চেষ্টা করেছি সাধারণ ভাবে মূল ব্যাপারটা উপস্থাপন করার জন্যে। তারপরও কোথাও ভুল থাকলে কিংবা বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। চেষ্টা করব যথাসম্ভব দ্রুত তার উত্তর দেবার জন্যে।

 

হ্যাপি ব্লগিং 🙂

0 Shares

২৩টি মন্তব্য

  • আশা জাগানিয়া

    অত্যন্ত প্রয়োজনীয় পোষ্ট।কিছুটা কঠিন মনে হচ্ছে,তবে পারবো আশাকরি। মনে হচ্ছে আপনি এ বিষয়ে অনেক কিছু জানেন। একটি প্রশ্ন ছিল, আমি আমার সোনেলার পোষ্ট গুগল প্লাসে শেয়ার দিতে চাই।এমন কোন কিছু আছে যাতে আমার লেখা এখানে পোষ্ট করলে গুগল প্লাসে অটো শেয়ার হয়ে যায়?
    শেয়ার বাটন ক্লিক করলে যায় জানি, কিন্তু কিছু কিছু সাইট মনে হয় আছে যারা পোষ্ট অটো শেয়ার দিতে পারে।

    • অলিভার

      ঠিক অনেক কিছু জানি না, প্রয়োজনের খাতিরে যেটা যখন সামনে এসেছে সেটাই জানার চেষ্টা করেছি। আর এখন সেই সব জানা বিষয় নিজের মত করে সবার সাথে ভাগ করে নেবার জন্যেই এই প্রয়াস।

      আপনি যেই বিষয়টি জানতে চেয়েছেন তার সম্বন্ধে আমার জ্ঞান একেবারেই সীমিত। তবে আমার মনে হয়েছে শেয়ার বাটনের ব্যবহারই এই ক্ষেত্রে নিরাপদ এবং সহজ। এ ছাড়া আপনি পোষ্ট নির্ধারিত সময়ে স্যোসাল মিডিয়ায় শেয়ার এবং মাল্টিপল সোশ্যাল সাইটে তা শেয়ার করার জন্যে dlvr.it, automateplus.com, onlywire.com, hootsuite.com ব্যবহার করতে পারেন। তবে এর মাঝে dlvr.it ফ্রি ভার্সনে গুগল প্লাস সাপোর্ট করে না, এবং hootsuite.com এ আপাতত কোন ফ্রি একাউন্ট তৈরি করার উপায় নেই এবং automateplus.com গুগল প্লাস সাপোর্ট নেই। তাই ফ্রি কিংবা টেস্ট করার জন্যে আপনি onlywire.com কে ব্যবহার করতে পারেন। একাউন্ট তৈরির পর আপনার গুগল প্লাস পেইজ, ফেসবুক পেইজ, টুইটার ফিড এতে যুক্ত করতে পারবেন। এর বাইরের সার্ভিস ব্যবহার করতে হলে এখানেও আপনাকে টাকা খচর করে মেম্বার হয়ে তারপর তা ব্যবহার করতে হবে।

      সেই সব দিক চিন্তা করেই মনে হয়েছে পোষ্টের শেয়ার বাটনই সব দিক থেকে সুবিধার। পাশাপাশি আপনার নিজের ব্লগ থাকলে সেখানেও আপনি পছন্দ মত শেয়ার প্লাগ-ইন ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, যার প্রায় অনেক গুলি বিনামূল্যে।

      মন্তব্যের জন্যে ধন্যবাদ 🙂

      • আশা জাগানিয়া

        ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।গুগল প্লাসে সোনেলার পোষ্ট মনে হয় অটো শেয়ার দেয়া যাবে না বিনা টাকায়। hootsuite.com দিয়ে চেষ্টা করেছিলাম,সফল হইনি। সোনেলার আমার পোষ্ট শেয়ার দিতে চাচ্ছি একারনে যাতে সবাই জানে আমি এখানে লেখি।
        এমন আরো পোষ্ট আশা করছি আপনার কাছে।

      • অলিভার

        এমন কোন সার্ভিস নেই সেটা বলছি না, হয়তো আছে কিন্তু সেটা আমার জানা নেই। তবে আপনি যে সার্ভিসটি চাচ্ছেন সেটা এখন পর্যন্ত চোখে পড়েনি, কিংবা কোথাও দেখিনি। ফেইসবুক এবং টুইটারের জন্যে dlvr.it কাজ করে সেটা আপনি হয়তো খেয়াল করে দেখেছেন, কিন্তু সেটা সম্ভবত পুরো সাইটের জন্যে কাজ করবে। ওটার প্রিমিয়াম সুবিধায় আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি রয়েছে(সম্ভবত) কিন্তু সেক্ষেত্রে শুধু আপনার নিজের পোষ্ট শেয়ার না হয়ে বাকি সবার পোষ্ট শেয়ার হবে।

        আমি onlywire.com ব্যবহার করে দেখেছি। সেখানে ফ্রি একাউন্টে গুগল প্লাসের পেইজে(প্রোফাইল একসেস দেয়া হয় না) লিংক শেয়ার হয়। ওটা নিশ্চিত হয়েই আপনাকে তখন বলেছিলাম। কিন্তু সেটাও স্বয়ংক্রিয় নয়, মানে আপনার লেখা পাবলিশ হবার পর তার লিংক নিয়ে ওদের সাইটে সাবমিট করলে সেটা আপনার কানেক্টেড সোশ্যাল মিডিয়াতে(ফেসবুক, টুইটর, গুগল প্লাস) অটো শেয়ার হবে।

        তবে আপনার নিজের যদি কোন সাইট থাকে তাহলে আপনি সেখানে প্লাগইন ব্যবহার করে কাজটি করতে পারবেন। তবে সেটা সোনেলার ক্ষেত্রে নয়, কারণ এখানে শুধু মাত্র সাইট এডমিন কিংবা ম্যানেজার প্লাগইন ইন্সটল করার ক্ষমতা রাখে, ব্যবহারকারী নয়।

        এই ব্যাপারে আমার জানাশোনা নেই বলেই হয়তো এরচেয়ে ভালো সমাধান দিতে পারছি না। অন্য কেউ হয়তো আপনাকে কার্যকরী কোন সমাধান দিতে পারবে।

        উৎসাহ দেবার জন্যে অনেক ধন্যবাদ 🙂

    • অলিভার

      ব্যাপারটি জানতে হয়েছিল একটা প্রয়োজনে। একটি ফাইল শেয়ার করার প্রয়োজন পড়েছিল কিছুদিন আগে। কিন্তু যাকে দিচ্ছিলাম সে মোবাইলের ব্রাউজার দিয়ে ফাইলটি কোন ভাবেই ডাওনলোড করতে পারছিল না। পরে ঘাটাঘাটি করে পদ্ধতি গুলি জেনে নেই। কিন্তু বাংলাতে কোন আর্টিকেল কোথাও না পেয়ে নিজেই একটা লিখে নিলাম। এটি কারও কোন কাজে আসলেই কষ্ট সার্থক হবে।

      আপনাকেও ধন্যবাদ ভাইয়া, সময় নিয়ে লেখাটি দেখার জন্যে 🙂

    • অলিভার

      ডাওনলোড লিংক পিং করে কি সুবিধা হবে একটু বুঝিয়ে বললে বুঝতে পারতাম।
      আমি যতটুকু জানি পিং আপনাকে সহায়তা করবে আপনার সাইটের জন্যে, ফাইল ট্রান্সফার সিস্টেমে পিং খুব বড় ধরণের ভূমিকা রাখবে না। তবে সার্ভার একটিভ কি না তা জানার জন্যে পিং করা যেতে পারে। এবং এখানে উল্লেখিত প্রতিটি সার্ভারই পিং করা যায়।

      আশা করছি ব্যাপারটি আরও একটু বিস্তারিত বলবেন।

      ধন্যবাদ 🙂

  • মেহেরী তাজ

    আমি কম্পিউটার সম্পর্কে খুব কম বুঝি। তবে মনে রাখলাম আপনার লেখা গুুলোর মধ্যে এরকম একটা পোষ্ট আছে।

    দরকার পরলে দেখে নেবো।

  • শুন্য শুন্যালয়

    খুবই কাজের পোস্ট দিয়েছেন, এই সমস্যায় নিজেই পড়েছিলাম আমি, শেয়ার করতে পারিনি। এবার আপনার লেখাটা ঝালাই করার সুযোগ পেলাম। কপি পেস্ট করে রাখলাম। অনেক ধন্যবাদ অলিভার।

    • অলিভার

      আমিও কিন্তু নিজের সুবিধার জন্যেই এখনে পোষ্ট করেছি, যাতে প্রয়োজনের সময় নিজেই দ্রুত খুঁজে নিতে পারি :p

      সার্ভিস গুলি নিজেদের পলিসি পরিবর্তন করার পূর্ব পর্যন্ত এই পদ্ধতি কাজ করবে বলেই ধারণা করছি। তারপরও পরে কোথাও ঝামেলা হলে অবশ্যই জানাবেন 🙂

      শুভ কামনা থাকলো 🙂

  • মনির হোসেন মমি(মা মাটি দেশ)

    আশা জাগানিয়ার ভাইয়ার মতো আমারও একই প্রশ্ন ছিল উত্তরও কমেন্টসে পেলাম।ওয়ার্ডপ্রেসে হয় শুধু ফেবু টুইটার গুগোলে।ধন্যবাদ এমন পোষ্ট আরো চাই।

    • অলিভার

      গুগল প্লাসে স্বয়ংক্রিয় ভাবে পোষ্ট শেয়ার হয় এমন কোন বিনামূল্যের সার্ভিস এখনো খুঁজে পাই নি। কিছু পেইড সার্ভিস আছে, কিন্তু সাধারণ কাজের জন্যে সম্ভবত সেটার ব্যবহার করা অতি বিলাসিতার পর্যায়ে পড়বে।

      সময় নিয়ে পোষ্টটি দেখার জন্যে অনেক ধন্যবাদ ভাইয়া 🙂

    • অলিভার

      ড্রপ-বক্সের ফাইল বড় পরিসরে শেয়ার করার পূর্বে একবার ভেবে নিবেন। কারণ ড্রপ-বক্স ফাইলের বিপরীতে ব্যান্ডউইথ হিসেব করে সার্ভিস দিয়ে থাকে। বড় পরিসরে শেয়ার করার পর প্রথম কয়েকজন ফাইল সফল ভাবে ডাওনলোড করতে পারলেও শেষের দিকে সব ঠিক থেকেও অনেকে সেই ফাইল ডাওনলোড করতে পারবে না।

      আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে লেখাটি দেখার জন্যে 🙂

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ