কাকাতুয়া

ছাইরাছ হেলাল ৩ অক্টোবর ২০১৫, শনিবার, ১১:২৪:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১১৫ মন্তব্য

12087627_719567034815044_822246367_n
প্রস্তর যুগের ফিচার ফোনটি বেজে উঠল, কালে ভাদ্রে বেজে ওঠা ফোনে অচেনা নম্বর, ধরবো কী ধরবো না ভাবতে ভাবতে ধরেই ফেললাম। বিনয়ে গলে গলে জানাল আমার একটি পার্শ্বেল আছে , এখন পাঠালে আমাকে পাওয়া যাবে কিনা। তথাস্তু জানিয়ে ভাবতে বসলাম, আমি কোথাকার কোন বক্কেশ্বর, আমার জন্য পার্শ্বেল আবার কে পাঠাবে!! ইহধামে এমন বান্ধব কবে কোথায় কখন কিভাবে আবির্ভূত হল? টাস্কিত টাস্কিত অবস্থা কাটতেই চাচ্ছে না। এমন সময় কলিং বেলের শব্দে ধরায় ফিরে এলাম।
পার্শ্বেল নিলাম, প্রেরকের নাম কাকাতুয়া!!স্থান গ্রহান্তর, একটি ফোন নম্বর আছে, তা মনুষ্য প্রজাতির বলে মনে হচ্ছে না। অমূল্য পিতৃদত্ত প্রাণের মায়া ত্যাগ না করে ভয়ে ভয়ে প্যাকেটটি খুলে অবাক হয়ে দেখলাম, তিনটি তিন রং এর কলম ও দু’টি প্যাড!! হাসব না কাঁদবো ঠিক বুঝছি না। প্লিজ লাগে আপনারা আমার হয়ে একটু হেসে দিন বা কাঁদুন, নিদেনপক্ষে ভাণ তো করুন। সদয় অবগতির জন্য জানাচ্ছি--কাগজ কলমে না লিখতে লিখতে এখন কিছু লিখলে আমি নিজেই পড়তে পারি না। হস্তাক্ষর সুন্দর হইলেই পরীক্ষায় অধিক নম্বর দূরে থাকুক ফেল নিশ্চিত, কারণ কী লিখেছি কেউ ই পড়তে পারবে না। দেখ শতবার সিস্টেমে ফের চালু হোল, আপনাদের দোয়া প্রার্থনা পূর্বক।
এ যাত্রা আমাকে রক্ষা করুন, আপনারাও রক্ষা পান এই রাতের গভীরে।

0 Shares

১১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ