কবিতায় শারদীয়া-১

অরুণিমা মন্ডল দাস ৮ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার, ১১:১৩:০১অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য


কবিতায় মা দূর্গার ছায়া দেখি
মহিষাসুরের যুদ্ধ, দৌড়ানো,
হালকা রঙে ফুলেদের এদিক ওদিক নাচ গান
চারিদিকে মুখেদের আনাগোনা
স্যান্ডেলগুলোর সৌন্দর্য বড় বড় চুলের সাজ
লিপস্টিক পাঞ্জাবীর রোমান্স
হাতে হাত
প্রথম প্রেমের প্রথম স্পর্শ
প্রাকৃতিক বিশেষ অনুভূতি গুলো পূর্ণচ্ছেদে ও আটকায় না---
কালো কালো অক্ষরে শৈশব যৌবনের স্মৃতিগুলি রাগে ফুঁসছে
হাত পা আছড়ে অলশ বায়না---
মন বারবার মহালয়া র দূর্গা !
ভিড়গুলো দ্রুত ট্রেনের মহিলা কামরা!
চিৎকার চেঁচামেচি
সাজগুলো লোকদেখানো সাদা কাপড়ের বিধবাই--!
ব্রেক আপের ফ্রসট্রেশন লুকোতে নতুন মেক আপ--?

===================
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ৬ সেপ্টেম্বর ২০১৭

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ