কথান্তর

অয়োময় অবান্তর ২৭ জুলাই ২০১৬, বুধবার, ০৩:১১:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

কেউ একজন বলেছিল "যে নিজেকে ভালবাসতে পারে
না, সে অন্যকে ভালবাসবে কিভাবে??" কথাটা সত্য। তবে
যুক্তিগত কিছু ভুল আছে। মানুষের মস্তিষ্ক একসাথে
দুটো কাজ করতে পারে না। তুমি একসাথে তোমার
দু'হাতের দুটি আংগুল পরস্পর বিপরীত দিকে ঘুরাতে
পারবে না।
কারণ তোমার মস্তিষ্ক এটি করতে অক্ষম।
তোমার যখন মনে হবে তুমি কাউকে ভালবাস, তখন
তোমার নিজস্ব কোন অস্তিত্ব থাকবে না। তুমি সবসময়
চাইবে অন্যের অস্তিত্বে বিলীয়মান হতে। ভালবাসার এটি
একটি সহজাত ধর্ম। অন্যের অস্তিত্বে যখন অন্যের
অস্তিত্ব চলে আসে, তখন সব ভালবাসাই চলে যায় তাকে
ঘিরে। নিজেকে ভালবাসার অবকাশ থাকে না। মনে হয়
নিজেকে ভালবাসলে যদি তার প্রতি ভালবাসা কম পড়ে
যায়!!
সবাই এই ভালবাসা অগ্রাহ্য করতে পারে না। কিছু কিছু
সময় স্বয়ং সৃষ্টিকর্তা মানুষকে এই ক্ষমতা দেয় না।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ