এক টুকরো স্বর্গ

ইঞ্জা ২২ আগস্ট ২০১৭, মঙ্গলবার, ০৭:০২:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৪ মন্তব্য

ভূমিষ্ঠ হওয়ার পর মূহুর্তে কেঁদে হলাম সারা
আকুল কেঁদে উপলব্ধি করি আজ আমি স্বর্গ হারা
কেঁদে কেঁদে দুহাত তুলে প্রশ্ন করতে চাই
খোদা তুমি কোন দোষে ছুড়ে দিলে আমায়
মুচকি হেসে অবোধ শিশুকে প্রবোধ দেন দয়াময়
এক টুকরো স্বর্গ তোমার রয়েছে যে বিশ্বময়
দাত্রী আমায় তুলে দিলেন যখন মায়াময়ী মার কোলে
দুধের নহর বয়ে দিয়ে মুখে মা আমার ইশারায় বলে
দেখো দেখো বাবা এই যে আমি তোমারই স্বর্গ, নিয়েছি তোমায় বুকে
হাসি হাসি মুখে উপভোগ করি আমার এক টুকরো স্বর্গ
মা তুমি আমার, বুকে চেপে রেখো তোমার ভালোবাসার অর্ঘ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ