একাপনা ২ (অনুগল্প)

ইঞ্জা ৯ জুন ২০১৭, শুক্রবার, ০৬:২০:০০অপরাহ্ন গল্প ১৬ মন্তব্য

সুনসান নিরবতা, হঠাৎ একটা কাক চিৎকার করে উঠলো তারস্বরে
ফিরে তাকালাম গাছের ঢালে বিরস মনে
এই সময়ে কাক ডাকা অনাকাঙ্ক্ষিতই বটে, হয়ত বিড়াল দেখে ভয় পেয়েছে
মাথা ঘুরিয়ে নিয়ে আবার আনমনা হয়ে গেলাম, ফিরে গেলাম স্মৃতির পাতায়
বসে ছিলাম দুজন ঐ কাঁঠালচাপার তলে, আমার হাতের তালুতে বিলি কাটছিলে
বলছিলে কবে আমাদের বিয়ে হবে, আমাদের সংসার হবে
আমি বলেছিলাম চলো এখনই বিয়ে করে আসি
তুমি আৎকে উঠে বলেছিলে, এখন কেন, আগে তুমি নিজ পায়ে তো দাঁড়াও
আসলে আমার নিজ পায়ে দাঁড়ানোর বিষয় না, সমস্যা ছিলো তোমার মনে, যা এখন বুঝি।
চশমাটা খুলে রেখে উঠে দাঁড়ালাম, ঢক ঢক করে পানি খেলাম
ইচ্ছে করছে ধাই করে লাথি কসি, মাথাটা ব্যাথা করছে
চলে গেলাম দোতালার নিজ রুমে, বাকার্ডির বোতলে চিপি খুলে কিছু গলায় ঢেলে দিলাম,
খালি বোতলটা ছুড়ে ভাঙতে গিয়ে নিজেকে নিবৃত করলাম
দোষ কি বোতলের, যদি কপালেই কিছু না সয়।
মনে মনে বলি, তোমার দোষ নেই সজনী, দোষ আমি করেছি তোমাকে না চিনে
যদি চিনতাম তাহলে আমি কি এমন হতাম??

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ