আমার ভোর -৬

শুন্য শুন্যালয় ১৬ নভেম্বর ২০১৪, রবিবার, ০১:২৮:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৯ মন্তব্য

কবে কখন চলতে শুরু করেছিলাম মনে করতে পারিনা, কোচড়ে করে কাঠমল্লিকা আর হাসনাহেনা। যেতে যেতে কোন এক গাছে দুটি পাখি বসে ছিলো দেখেছিলাম। না, না কেউ আমাকে দেখিয়েছিল। ফিরে এসেছি পেছনে ফেলে। মনে পরে এক কৃষাণ কে জমিদার বলেছিল যতটা জমি তুমি পেড়িয়ে যেতে পারবে সন্ধ্যে নাগাদ ততোটা তোমার। আমিও পেরিয়ে যাচ্ছিলাম পথ যতটা যেতে পারি ততোটাই যে আমার। যেতে যেতে কুড়িয়ে নিচ্ছিলাম যা পাচ্ছিলাম পথের পাশে। থলে ভর্তি আজ সেগুলো তে, আমার ট্রেজার আমার স্মৃতি। পথ ফুরোয় নি, তবে ক্লান্ত হয়েছি। যে পায়না বর্তমান তার জন্য স্মৃতি কতোটা অর্থ রাখে??? সময় আমাকে ছুটি দিল একসময়।
ধীরে ধীরে পথ ফুরিয়ে গেলো। স্মৃতিরা আজ ঘরকুনো আস্তাবলে ক্ষীণ স্বরে কড়া নাড়ে। সাড়া দিতে দিতেই আচমকা জেগে উঠি এক ভোরে। মায়াবী এক ভোর। যে আমাকে বলে চলেছে সে শুধুই দিয়ে যেতে চায়, আলো, আনন্দ, আশ্রয়। আমার মায়ারা আবার জড়ালো এক আত্মহত্যার পথে। এখনকার এই অনুভূতি না পেরিয়ে গেলে স্মৃতির ঘরে বুঝি জায়গা পাবেনা। তাই আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছি প্রত্যেকটি অনুভূতি কে। বুঝে গেছি যার বর্তমান হয়না তার স্মৃতিই সব। ভোরের সাথে আমার আলিঙ্গনের এক একটি অনুভূতি আজ এক একটি উপন্যাস। ভোরের আলো বুকে জড়িয়ে নিলে তেরছা চোখেও চেয়ে দেখি আঙ্গুলগুলো ছুঁতে ব্যস্ত আলোর ঠিক পেছনের অন্ধকার। ভোরের সবকিছু যেন আমার ই, শুধু তার চলে যাওয়া টুকু ছাড়া ....

যে পথে শুরু করেছিলাম আজ সে পথেই আমার ভোরের সাথে চলা, কাঠমল্লিকা আর হাসনাহেনার গন্ধ গায়ে মেখে। ভোর বলেছে এই সুগন্ধি স্মৃতির বেশেও আমাকে তার খুব ভালো লাগে। আমার মায়ার ভোর ....

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ