আমার ভোর-৮

শুন্য শুন্যালয় ২৭ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০৭:৫৮:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬১ মন্তব্য

20140605_085403 (2) []
*কে ডাকে আমায় দূর বহুদূর থেকে? ও তুই? দুস্টু পাজি হাড়কালা নিদ্রাবাসি! শুভজন্মদিন ভোর।
-কিন্তু আজ তো আমার জন্মদিন নয়।
*আমিতো প্রতিদিন তোর নতুন করে জন্ম দেখি। জন্ম দেই তোকে বিভাবরীর প্রথম আলোয়। কচি গালে টুক করে একটা হামি দেই পরিশুদ্ধ পবিত্রতায়।
ডিগ্রী চল্লিশ পেরুলেই, জড়িয়ে নেই তুলোর মত অইযে তোর মেঘলা শরীর। ছেঁকে তুলি রাতের পাপে জন্ম নেয়া তোর শরীরের রক্ততিলকগুলো।
-বা রে আমি বুঝি বড় হবোনা!!
*পুরুষ কখনো বড় হয় বুঝি? সপ্তখুনী ডাকু পৃথিবীটা কাঁপিয়ে এসে গলে যায় নারীর পদস্পর্শে। অবুঝ শিশুর মতই খোঁজে চুলের ভাজে ভাজে আঙ্গুলের কুরুশ বুনোন। বুড়ো হয়ে যাবি কোনদিন ভোর, বয়স হবে কএক লক্ষ কোটি, তবে বড় হবিনা।
আহ্লাদে পরিপাটি চিরুনি বুলাবো, রোদের পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ছুঁয়ে বলবো, বিদায়। আবার ফিরে আসিস নিঃশব্দের পা টিপে টিপে, ধা করে পেছন থেকে জড়িয়ে নিস দুইবাহুর পাখনা মেলে। আমি অপেক্ষা করবো এক শরতের, যেখানে শুকনো পাতার মত শিশিরকণা ঝরবে তোর দুই পথের ধারে।
যদি ঘুম হয় স্বপ্লমেয়াদী মৃত্যু, আমার দীর্ঘমেয়াদী বেঁচে থাকবার একটাই নাম, ভোর।

0 Shares

৬১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ