Tomake Amar Mone Porbei_Title Page

ভেবেছিলাম অনেক কিছু লিখব এই পোস্টে; কিন্তু এখন আর তেমন কিছু না লিখে শুধু একটা ফাইল সোনেলায় রেখে বলতে ইচ্ছে করছে "সোনেলা, জান এটা তোমার!" কিন্তু তাও পারছি না। যারা বক বক করে বেশি তাদের দিয়ে এ কাজ কম হয়; যদিও সময়মতো আওয়াজও এরা কমই দেয়!
সে যাগগে, কিছু বকর বকর করিই না হয়!

পাগলামিটা কিছুই নয়, "তোমাকে আমার মনে পড়বেই" লেখাটিকে আবৃত্তি করা এবং তা সোনেলাকে দিয়ে যাবার অভিপ্রায় - আর কিছু নয়। লগ্নে কে কতটা বিশ্বাস করে আমি জানি না, তবে আমি বুঝি। অনেক কিছুতেই লগ্নটাও খুব জরুরী। অনেক অনেক নাম মনে আসছে এ লেখায়; কিন্তু ইচ্ছে করেই কাউকে মেনশন করছি না। আমি শুধু এটুকু বলব "সোনেলাই আমাকে এ লেখা লিখিয়ে নিয়েছে", যদি কারও ভাল লেগে থাকে। ইচ্ছে ছিল একটা গান গেয়ে শোনাবার তা হলো না এ যাত্রায়। তবে সময় ফুরিয়ে যায়নি বলেই আমি বিশ্বাস করি।

অডিও ফাইলটা সোনেলাতে রেখে দিলাম। এ সোনেলারই হয়ে থাক। কেউ যদি কখনও এতে কোন ইমেজ বা অন্য কিছুও যোগ করতে চায়, সে তা করে নিতে পারে। আমার কোন আপত্তি নেই; বরং আমি খুবই খুশি হব।

কেউ হয়তোবা ইউটিউব লিঙ্ক খুঁজে বেড়াবে, হয়তোবা কাউকে শেয়ার করার জন্য। তাই ইউটিউব লিঙ্কটিও দিয়ে দিলাম।

"তোমাকে আমার মনে পড়বেই"

সাথে আমার থ্রি ডটস্‌ "..." ।

সোনেলা তুমি ভাল থেকো।

0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ