আকাশ মেঘের ভেলায়

ছাইরাছ হেলাল ২২ জুলাই ২০১৭, শনিবার, ০৬:২৫:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

আবার এসো ফিরে-ফিরে
এই দোহারা-দোহাতি নদীকুলে (এয়ারপোর্টে),
আমি থাকি-বা-না-থাকি;

উদোম শরীরে আনন্দ-সরোবরে ডুব সাঁতারে আনন্দিত
দিনমান, বর্ষার শরত-হেমন্তে, আমায় ভেবে-ভেবে;
অপেক্ষার আকাশ-প্রদীপ জ্বেলে
বিরামহীনতার অবগুণ্ঠনে, অজস্র রূপশালী ফুল হাতে;

কনিষ্ঠ নীরবতায় পয়মন্ত নধর-ঠোঁটের ফাঁকে
গুঁজে দেবে-নেবে এক-ঝাঁক নিকোটিন অনুভব;
জোড়া-চোখে রুপোর নকশা-তুলে
শোভন-চোখের আড়াল নিয়ে, অপলকে
তীব্র কামনা-কটাক্ষে অবিরাম তাকিয়ে থাকবে,
চুড়া-বিন্দুতে দপ করে উত্থিত হওয়া,
বুঁদ ভালোবাসার বেপরোয়া বিষে;

বিমূর্ত নিঃসঙ্গতার দিকচিহ্নহীনতায়, অদাহ্য অচ্ছেদ্যতায়,
জীবন্ত আকাশ-মেঘে আমাকেই খুঁজবে,
বেহদ্দ-বেহিশেবি নাগরিকা কানপড়া এড়িয়ে;

*************************************************
ইতিহাসের ধুম্র-সুন্দরীর বয়ান……..৩

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ