আকাশের খামার বাড়ী

ছাইরাছ হেলাল ২ ডিসেম্বর ২০১৬, শুক্রবার, ০৮:১৬:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

ঘুম ভেঙ্গে গেলে শুনি
দূর থেকে ভেসে আসা বীণাধ্বনি,
ধ্বনিত হয় আকাশের গায়ে,
মাতাল হই, মাতাল হয়েই শুনি;

বিষণ্ণ অমাবস্যায় ঠায় দাঁড়িয়ে থাকা তারারা
টুপ টুপ করে খসে পড়ে, ক্লান্তির শ্রান্তিতে
একাকার হয়ে,
চাঁদ উঠবে বলে টানা অপেক্ষা শেষে
বিছনায় ফিরে যাই;
অপেক্ষার চাঁদ গিলে বসে আছে
সেই সেই অকৃত্রিম রাহু,
বাঘের দুধ নয়, বাঘনখ বাড়িয়ে
ডাকছে আমাকেই;
বিকল্প ঘুম বিকল্প চাঁদ
আকাশের খামার বাড়ীতে নেই, নেই;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ