আকাঙ্ক্ষার এ কী দাহ

সৈয়দ আলী উল আমিন ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৯:১৪:৫০পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

আকাঙ্ক্ষার এ কী দাহ
ক্রমে ক্রমে সবই ফেলে এসেছি
কত গৃহ, কত মানুষ
এবং অনেক ঠিকানা ।
এখন আমার জন্য আরও কোনও ঠিকানা,
কোনও বিতর্ক, কোনও মানুষ
দেখা ও জানা অবশিষ্ট আছে কি ?
আকাঙ্ক্ষার এ কী দাহ-- সেকি শুধু আমার জীবনে!
জানি না-
যখন আমি গৃহে থাকি
অথবা পুস্তকের পাতার শব্দের মধ্যে
তখন অতীতের প্রতিধ্বনি গুলো
কেমন যেন বিচলিত করে !
আর ভাবি_
আবার কি পথযাত্রা শুরু করা যাবে?
আমি কি ডুব দিতে পারবো সাগরে
ঝিনুকের সন্ধানে ?
আমার নাম কি কারোও হৃদয়ে থাকবে !
অথবা কর্মে, অথবা পিপাসায় অথবা তুলনায় ?
জানি না-
কেমন যেন বিচলিত হয়ে উঠছি-
মনে হচ্ছে নির্জনতার মধ্যে কাজগুলো ভেদ করে
কতকগুলো পাখি যেন উড়ে যায়
এবং আমার সকল আকাঙ্ক্ষা হারিয়ে যাচ্ছে;
আবার কি পথযাত্রা শুরু করা যাবে?
আকাঙ্ক্ষার এ কী দাহ-- সেকি শুধু আমার জীবনে!
আবার এয়ো জানি-
ক্রমে ক্রমে সবই ফেলে চলেছি
আমার বাড়ি ফেরা থাকবে না,
শুভাগমন থাকবে না-
আমন্ত্রণের শয্যাও থাকবে না-
তবুও আমার একটি ঠিকানা প্রয়োজন
যেখানে অপ্রতিরোধ্য অবসানে
আর কোনও স্বপ্নের সম্ভাবনা থাকবে না ।
তবুও জীবনে আকাঙ্ক্ষার এ কী দাহ-- সেকি শুধু আমার জীবনে!

 

______ সৈয়দ আলী উল আমিন

কবিতার জন্য কি, কী তে দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ