অসভ্যতা

নীলাঞ্জনা নীলা ২৬ মার্চ ২০১৬, শনিবার, ০৩:৪৪:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৪ মন্তব্য

আবছায়া ঝিলিক...
আবছায়া ঝিলিক...

===অসম্পূর্ণা ====

যখন এখানে ভোর নামে
সূর্যের আলোয় নদীর জল চিকচিক করে।
সেখানে ছায়ার মতো নারী-শরীর এসে দাঁড়ায়।
যে সহিষ্ণু আলোয় মিলিয়ে যায় মানুষ,
তাকে রোদ-মেঘ-বৃষ্টি আদর করে নতজানু হয়ে।
দু’-চারটে আলিঙ্গনের পর বিচ্ছেদ,
কে মনে রাখে প্রতিটি ভোরে এখানে নদীর জল চিকচিক করে,
ভেতরে ভেতরে কাঁদে!

 

হাতছানি...
হাতছানি...

===বেতন===

দূর থেকে নক্ষত্র এসে দাঁড়ায়,
জুজু বুড়ীর গল্প শোনার জন্যে।
শৈশবের উঠোন চোখ-ভাঙ্গা ঘুমের শয্যা হয়ে যাবার পর,
জোড়াতালি দিয়ে সেলাই করা জীবন ছোটে
মাস-শেষের ডেবিট-ক্রেডিট কার্ডের বিলে।

 

 

 

 

===কাপুরুষ===

অশরীরি...
অশরীরি...

নেপথ্যের অন্ধকার থেকে বেড়িয়ে আসে ভূত
শোঁ শোঁ শব্দে হাওয়াদের দৌরাত্ম্যে
ছুট লাগানো “পরাজিত-বীর” হোঁচট খেয়ে পড়ে।
মানুষের পূর্ণাঙ্গ শরীরে অশরিরী আত্মার বিরাজ।

 

 

 

 

 

 

===অসভ্যতা===

বহু বহু জন্ম-মৃত্যুর আদলে গড়ে ওঠে হৃদয়
চিহ্ন রেখে যাবার অপপ্রয়াসে হেরে যেতে থাকে
মনুষ্যত্ত্ববোধ,
আর সততার নামে তৈরী হওয়া ভন্ড সামাজিকতায়
ভালোবাসা বলে শব্দটি সেক্স হিসেবে পরিগণিত হয়।
কি সব্বাই চুপ!
নিঃস্তব্ধতা কথা জানেনা।

নিঃস্তব্ধতা...
নিঃস্তব্ধতা...

হ্যামিল্টন, কানাডা
১৮ মার্চ, ২০১৬ ইং।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ