অবুঝ

ইঞ্জা ১৪ জুলাই ২০১৭, শুক্রবার, ১১:২৬:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

 

বাবা যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন
সেদিন বুঝতে পারিনি আমার মাথার আকাশ রঙ বদলেছে
এতো বড় ব্যবসা, পরিবার, সব মাথার উপর নিয়ে একা পা বাড়ালাম
বালক ছিলাম বলে সবাই যথেচ্ছাচারে নেমেছিলো
অবুঝ বলে আত্মীয় অনাত্মীয় সবাই খেলো নিংরে নিংরে
ঘরের মানুষও বুঝতে চাইনি, আমি অবুঝ ছিলাম
যদি না করতাম, তারা জোর করতো, বলতো করতে হবে
আবারও না করতাম, ঘরের মুরুব্বি কথাবার্তা বন্ধ করতেন
অবুঝ ছিলাম বলেই মন চাইতাম, সবাইকে খুশি করতাম
মনে হতো, সবাই খুশি মানে আমার বাবা নিশ্চয় খুশি
বুঝতে পারিনি কি হারাতে যাচ্ছি, যেদিন হারালাম, সবই হারালাম
আমি অবুঝ ছিলাম বলেই কি আমিই হারালাম, সবাই কি হারাইনি?
আবার নিজে নিজে উঠে দাঁড়ালাম, আবার শুরু হলো যথেচ্ছাচার
অন্যরা বড় হলেও, দু হাত তুলে দাঁড়িয়ে রইল
আমি অবুঝ ছিলাম, তাই সবই হারালাম
উপরে তাকালাম, আকাশটা আজ বড্ড কালো
আচ্ছা বেধনার রঙ কি, লাল, নীল, বেগুনি, নাকি কালো??

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ