অফুরান রঙেরা

শুন্য শুন্যালয় ২৪ অক্টোবর ২০১৫, শনিবার, ০৮:১৩:৪০পূর্বাহ্ন ছবিব্লগ ১৭৫ মন্তব্য

20151024_102309 []

রাতভর দেখেছি জ্বলে থাকা জলেভরা তারা
A দিয়ে এঁকেছি কতোবার
সোনালী রঙ এর নিবিড়তা চাইনা যা অধরা
আঙ্গুলে স্পর্শ আছে ক'ফোঁটা বৃষ্টিবিন্দুর,
লেপ্টে থাকে যা হলুদ গোলাপ বুকে।

 

 

 

 

 

20151012_091541 []

 

 

 

অ সবুজের ভেতর সবুজ শ্যাওলা পানি
সেখানেও বেঁচে আছে অযুত লক্ষ জীবন
এবং আশ্চর্য্যজনক ভাবে আমিও
দেখনা, কেমন টলটল করছে বেঁচে থাকারা।

 

 

 

 

20151024_102502 []

 

 

 মাত্র চোখে খুলেছে একটি শিশু,
টুকটুকে গোলাপি তার ঠোঁট খুলে বলছে "অ", "উম"
তার কান্নায় সুখের বাঁশি বাজছে
কি অদ্ভূত সুন্দর এই রূপকথা! জীয়ন কাঠি তার হাতের মুঠোয়
আরো গোলাপি থেকে গোলাপি হয়ে যাচ্ছে চরাচর।

 

 

 

 

IMG_5591 [] [] []

 

 

সাদা কালোর ফুল সাজানো আমারো আছে একটি দুয়ার
সেখানে কালো অন্ধকার আসে,
পবিত্র শুভ্র রঙে মোড়া ভূত-পেত্নীও আসে নখরবিহীন
আসো সাদা-কালোর তুমি।

 

 

IMG_5544 [] []

 

প্রথম উপহার দেয়া মায়ের লাল শাড়ি
প্রথম লাল লিপস্টিক
আমাকে প্রথম বুঝতে শিখিয়েছিলো
আই এম স্পেশাল।IMG_5568 [] []

 

 

 

 

 

 

তোমাকে দেব লাল রঙের বেলুন ভেবে রেখেছি সেই কবে!!
আচ্ছা ব্যাগে করে এনো কেউ যেন না দেখে, তুমি বলেছ
ভেবেই রেখেছি অবাধ্য হবো
আচ্ছা, অবাধ্যতার রঙ কি লাল গোলাপের মতো?

 

 

 

IMG_5578 []

আগুণ লাল ভালোবাসো বুঝি? অতো দূরে কেন তাহলে?
এ বুকে আগুণ আছে।
এও বুঝেছি এখন,
কেন আমায় এতো ক্ষত-বিক্ষত করো,
ভুলেই গিয়েছিলাম রক্ত তোমার অনেক প্রিয়।
রক্তাক্ত হৃদয়ের যা কিছু প্রেম তোমার জন্যেই।

 

 

 

 

উৎসর্গঃ মাথার ঠিক নাই, পোস্টের জন্য এত চিল্লাপাল্লা করলে মাথা ঠিক থাকে কি করে? সোনেলার সব বদের লাঠিগুলোকে, যারা আমাকে দিনে দিনে ভালোবাসায় মটু করে দিচ্ছে। আর একজনকে স্পেশালি। স্বপ্ন, তার রঙ নিয়ে স্বপ্ন লেখাটি পড়েই এ পোস্টের ভাবনা।
পুনশ্চঃ শেষ ছবিটির ক্যাপসান আমার নীল ফুল নীলাপুর দেয়া।

0 Shares

১৭৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ