অপরিচিততায় বসবাস

ছাইরাছ হেলাল ২১ মে ২০১৭, রবিবার, ০৯:১১:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

চলো, অপরিচিত হই,
এবারের এবেলা-ওবেলায়, মন্ত্রাদি পাঠের সুতোয়,
বিচ্ছিন্নতার জপ-মালা হাতাই।
এসো, মুখোমুখি ছড়িয়ে বসে উষ্ণতা খুঁজি,
জড়াজড়ি করি,
ঢেউ-তুলে শীতলতার আক্ষেপ ভুলে,
প্রণয় রজ্জুতে আষ্টেপৃষ্ঠে বাঁধি, ধ্যানস্থ হই,
বিচ্ছিন্নতার পথে।

তোমায় ওঠার সিঁড়ি ভাঙতে ভাঙতে
বেজায় ক্লান্ত আজ,
ল্যান্ডিং প্লাটফরমটি একটু ছুঁয়েই, ফিরে যাব,
অপরিচিত হয়েই,

চলো,
নিস্তব্ধ নিষিদ্ধ আকাশী নিরালায়,
থাকুমুকুর প্রান্তিকতা ছেঁড়ে, (চুটিয়ে)
প্রবল অপরিচিততায় প্রবেশ করি, রয়ে-সয়ে,
খুউব ধীরে ধীরে;

এসো,
ঘাসের টোটাফাটা স্নিগ্ধতা মেখে, প্রবল অন্তরঙ্গতার স্রোতে
রই-রই করে, ছাতামাথার মত অপরিচিত হই,
এসো, দূরত্বকামি হতে হতে উল্কা ফেলি অর্ঘ্য-আঁধারে;

************************************

ইতিহাসের ধুম্র-সুন্দরীর বয়ান........১

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ