অতীত

অরুণিমা মন্ডল দাস ৩ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ১২:৪৩:৫৬অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

শুঁকনো ঝুড়িতে লেগে থাকা সেই লাল দাগ
উন-চল্লিশের গেঞ্জি জামা গার্ল ফ্রেন্ড গুলো কেমন যেন অচেনা
গায়ের গন্ধ ও পরপর ভাপসা দমবন্ধ গুমোট
অতীতের যে ভীষন রাগ
স্মৃতির বারান্দায় বারবার মাংস-ভাত কচুরী খেতে আসে
সবশেষে কটা থাপ্পড় আর চোখে জল ভরিয়ে
চাঁদের কাপড়ে গা ঢাকা দেয়---

অতীতের কানগুলো অনেক লম্বা
অনেক গভীর,
কষ্টের সিঁড়ি বেয়ে বারবার অতীতের ছাদে উঠতেই থাকি
যন্ত্রনায় মূর্ছা যাই-
তবুও ভালো লাগে ওইটুকু কিশোরকুমারের বিরহের গান শুনে হালকা হতে--!

============
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ