অক্ষরের আনন্দ

নীলাঞ্জনা নীলা ২ মার্চ ২০১৬, বুধবার, ০৯:০৭:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪০ মন্তব্য

বৃক্ষ-চাঁদের প্রেম...
বৃক্ষ-চাঁদের প্রেম...

চন্দ্রমল্লিকা রাত্রি জানলায় এসে দাঁড়িয়ে থাকে
অথচ নক্ষত্রের আসার কথা ছিলো।
বাতাসে বেলী ফুলের মৌতাত ছড়িয়ে
চুপটি করে আকাশ এই অন্ধকারকে বুকের ভাঁজে নিয়ে লেপ্টে রাখে
কোন পাবার আশায়, কে জানে!
পিঙ্গল রোদের আকাঙ্ক্ষায় জেগে থাকা চোখ স্বপ্নহীনতায় ভোগে।

অনেককাল পর কখনো যদি একই সীমারেখায় আমি থাকি
আর,
আকাশ-নক্ষত্র-চন্দ্রমল্লিকা রাত্রি এক কাতারে এসে দাঁড়ায়,
ভেবে রেখেছি সেদিন একটি কবিতা লিখবো।
অ-জনপ্রিয়তার ব্যাগে ঝুলবে চঞ্চল শব্দেরা;
আমি হাঁটবো আর ফেরি করবো
"কবিতা নেবেন কবিতা?"
ঝোলার ভেতর থেকে তখন নিশ্চিত খিকখিক করে হেসে উঠবে স্বপ্নেরা,
আক্ষরিক বুননের কাছে দু:খ-যন্ত্রণা মৃত নক্ষত্রের মতোই মুখ থুবড়ে পড়ে কিনা!

হ্যামিল্টন, কানাডা
৮ ফেব্রুয়ারি, ২০১৬ ইং।

**নির্ঘূম একটি রাত ছিলো গতকাল...সঙ্গী হয়েছিলো এই অক্ষরগুলো। এক্সিডেন্টের এক মাস পূর্তি  😀

**ছবিটি তোলা হয়েছিলো ২০১২ সালের ১০ মার্চ ট্রেনের জানালার ভেতর থেকে। নোভাস্কশিয়ার ট্রুরো শহর থেকে হ্যামিল্টন আসার পথে।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ