অকৃপণ সোনাশহর

ছাইরাছ হেলাল ১১ জানুয়ারি ২০১৭, বুধবার, ০৫:২৩:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

এ শহর আমার শহর, আমার কাছে আসে
চোখ পেতে আনমনে, আমায় নিয়ে হাসে,
এক টুকরো অকৃপণ সোনা নিয়ে বাঁচে;
এ আমার শহর।

দুপুর আসে রোদমাখা চোখে,
অলস ছায়াবিকেল আসে আনন্দে নেচে নেচে,
রাত্রি আসে চুপিসারে,
বানডাকা জ্যোৎস্নার মাদল বাজিয়ে
শিশিরে পা ফেলে ফেলে সকাল আসে
লাজভীরু পায়ে।

ডাইনিরাও আসে রাতবিরাতে
ভাঁজা ইলিশের লোভে নয়, রক্ত খেতেও নয়
ফেলে যাওয়া ফেলে রাখা ভালোবাসা নিতে;
মুয়াজ্জিন আর পাখির ডাকে ভোর হয় ভোর আসে
ফুলের হাসিমাখা গন্ধে এ শহর হাসে,
এ শহর আমার শহর, আমার কাছে আসে;

শীত,
মুড়িদেয়া চাদরে জড়িয়ে এসো
কুয়াশার বরফে পা এঁকে এঁকে এসো,
পিঠে রোদ ফেলে খাঁটি সরিষায় মুড়ি মাখা খাওয়াবো
কাটা পিয়াজ আর লাল লংকাও ফেলে দেবো।

শীতের এই অবসরে, শীত এসো, আমার এ শহরে,
কবিতা শুনব কবিতা শোনাবো এবারে
অনেক অনেক বেশি বেশি করে, নিঝুম অবসরে;

চন্দ্রভূক অমাবস্যা এখানে নেই
খরচোখে দাঁড়িয়েও কেউ নেই,
কদমকেশরের পথ শেষে রোদবারান্দায় বসে
কুসুমঘুমের স্বপ্নাতুর হয়ে এসো,
রাত্রিআঁকা চোখ বা ঠোঁটের রাহাজানি এড়িয়ে
আঁধার নামার আগেই এসো
এ আমারই শহর;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ