মায়াবতী অরুনি মায়া

ছাইরাছ হেলাল ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৬:৪০:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮১ মন্তব্য

জলের রংয়ে আঁকা ছবি, তা ও তো ছবি, দৃশ্যমান অদৃশ্যতায়,
বুক পকেটের ভাঁজে ভাঁজে শুধুই নির্ভুল তর্জমা, ভুল নাকি শুদ্ধ জানিনা, জানা হয় না,
অণুপ্রিয়, প্রিয় আমার, মায়াবতী অরুনি মায়া,

জল রংয়ে আঁকা ছবি, ক্লান্ত সময়ে হেঁটে যায় ঝাপসা চোখে, নগর থেকে মহা নগরে,
জলে আঁকা ম্যানিলারাত্রি, ব্যস্ত-সমস্ত মায়াময় ভিড়, জনান্তিকের জল স্রোতে,
বৃহস্পতিতে থাকুক সে স্বপ্নেরই জল রংয়ে।

জলে আঁকা তিলোত্তমা, দু’চোখে বাষ্প জমা,
হিম রাত জলের রংয়ে আঁকা
ফোটা ফোটা রংয়ে শুধুই হারিয়ে যাওয়ার স্বপ্ন আঁকা;
ধ্রুবতারার চোখে আলো ফেলে আকাশ দেখা।

জলের ও রং থাকে
ছবি ও থাকে
ইচ্ছেটুনিও থাকে।
=============================================
উৎসর্গ – অরুনিমায়া,
কাকাতুয়া জুলিয়েট কে, যাকে সত্যিই খুঁজে পেলাম এক গভীর রাত্রে।
ম্যানিলা, ৭-১১-২০১৫
=============================================
ব্লগ আড্ডায় আগাম চায়ের দাওয়াত,
নীতেশ দাদার ব্যবস্থাপনায়।

0 Shares

৮১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ