পরীর চন্দ্র জীবন

শুন্য শুন্যালয় ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৭:৩২:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩৯ মন্তব্য

রূপকথারা কাঁদছে আজ ঠোঁট দুটো ফুলিয়ে
পুতুলের বাক্স ভরা গল্পরা অভিমানে চোখগুলো ফিরিয়ে
সারগাম ভুলে হারমোনিয়াম মুখ করেছে ভার
যাদুর লাঠি থমকে আছে, কেউ ছোঁবেনা আর!!!

উঠোন জুড়ে উৎসুক চোখে দেখছে সকল পাখি
এ বাড়ির পরীটার আজ হাতে কেন রাখি?
কিচিরমিচির বাচ্চাগুলো সব পালালো কেঁদে
দিচ্ছে পাড়ি বন্ধুটা কেন অন্য বাড়ির ফাঁদে?

আমিতো কই কাঁদিনাতো
পরী রবে পরীই
যেইখানেতে পা পড়বে তার
হিরক হবে সবই

দিয়ে দিচ্ছি আমার এ চাঁদ কপাল জুড়ে তোর
যেখানেই যাস জ্যোৎস্না ছড়াস
হাসি দিয়ে কান্না ভোলাস
পাশেই পাবি এই আমাকে আর আমাদের ভোর।।
IMG_5256 (3) []

0 Shares

১৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ