কবিতা না লিখে………

অরুণিমা মন্ডল দাস ৩ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ১০:৪৩:২১অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ৭ মন্তব্য

বাংলার কবি লেখকদের যা অবস্থা এর থেকে পচা সর্ট ফিল্মওয়ালা আর ইউটুবারদের অবস্থান অনেক আশা জনক এবং সফল জনক ! আমার তো মনে হয় পঁচিশ বছর ধরে দিন রাত জেগে জেগে ঘাম ছুটিয়ে কবিতা গল্প না লিখে ব্লু ফিল্ম ,সুড়সুড়য়ালা ঢিনচাক ফুকচাক হাফ দেখানো ফিল্মের স্ক্রিপ্ট লিখে সিনেমা বানালে অনেক নাম যশ প্রতিপত্তি বাড়ে, বাড়ছে---কোথায় আছি একদিকে গলা বিক্রী অন্যদিকে দেখানো --- মোটামোটি বই পড়ার থেকে এখনকার মানুষ দেখতে বেশী পছন্দ করেন--? কিছু বাঙালী প্রতিভাবানদের দেখতে পাচ্ছি উনারা কবিতা লেখেন পাত্তা পেতে গান লেখেন আবার কি পর্দাতে মুখটাও দেখান আবার কি অভিনেতা তিনি কবিতা লিখছেন প্রচারে আসছেন পাবলিক কবিতা দেখছেন না অভিনেতার মুখ দেখে বই কিনছেন--- আবার কি রাজনীতিতে মা বোন ভাইদের গলা জড়িয়ে স্টেজ ফাটাচ্ছেন---আরে বাবা একসংগে কতগুলো করবেন? আমাদের জন্য একটু জায়গা রাখুন। আমার মনে হচ্ছে মধ্যবিত্তদের কবিতা লেখা আর ফাঁকা মাঠে শৌচ করা একই ব্যাপার--? ওই আপনি লাইন দিয়ে দিয়ে জীবনানন্দ দাস ই থেকে যাবেন--- আবার কি রাজনীতিক গন তিনাদের আবার বই ভাবুন মন্ত্রী উইথ হাতে বই --- পাবলিক বই কিনবেন না খাবেন---? সলমন খানের মতো এতো বড় মাপের অভিনেতা বলে গেছেন যেকোনো এক দিক --! এক লক্ষ্য !একজন ভালো অভিনেতার কাজ শুধু অভিনয় বাঁচবে অভিনয়ের জন্য মরবে অভিনয়ের জন্য--? শচীন তেন্ডুলকার কখনই খেলা ছেড়ে অভিনয় করতে পারবেন না তেমনি মোদী কখনই মহেন্দ্র সিং ধোনী হতে পারবেন না---?

পশ্চিমবঙ্গের হাল হচ্ছে কোনটা অভিনয় কোনটা কবিতা কোনটা সেটাই বুঝতে পারছেন না--? সবাই লেখক আর সবাই কবি ----গলা জড়িয়ে সবাই ছবি--? আমার কাজ চিল্লানো চিল্লিয়েই যাবো আর কি---?

==========
অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ