সুখ পাখি (কবিতা)

ব্লগার রাজু ৫ এপ্রিল ২০১৪, শনিবার, ১২:০৩:২৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

সুখ পাখি সুখ খুঁজে আপন মনে
চারিদিকে ছুটে বেড়ায় সুখের সন্ধানে

যেখানেই খুঁজে পায় সুখের নীড়
বুকে তার জেগে উঠে আশার তীর

পরকে করে নেয় মুহূর্তেই আপন
সর্বস্ব করে ত্যাগ রক্ষার্থে মন

মজে থাকে কিছুদিন সেই সুখের ছলে
নিজের অস্তিত্বকে যায় সে ভুলে

বিধাতার এ যেন আজব খেলা
সুখের সন্ধানে সে আবার ভাসায় ভেলা

ফিরে আসে সে আবার আপন নীড়ে
বের হয় আর্তনাদ তার বুক চিরে

প্রকৃত সুখ দেখি এখানেই আছে
তাহলে ছুটলাম কোন সুখের পিছে?

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ