এক :-
তাকে আমার দেখা হয়নি আজও,
সেও কখনো চায়নি আমায় দেখতে। 
তবুও কী জানি একটা সম্পর্ক অরবে এতোটা পথ---
নীরব বিস্ময় চিহ্নের মতো স্থির-শান্ত;
কখনো নদী হয়ে ওঠেনি, কিংবা ঝড়!

আভাস...

দুই :-
এখন তোমাকে দেবার কিছুই নেই আমার কাছে।
না সত্যি, না মিথ্যে
দেয়া কিংবা নেয়া, চাওয়া কিংবা পাওয়া
নিজস্ব প্রয়োজনে সময় যেভাবে দিন-রাত পরিভ্রমণ করে,
অস্পষ্টতায় আমিও তোমাকে।

অস্পষ্টতা...

তিন :-
একদিন সম্পর্কের মৃত্যু হবে নক্ষত্রের মতো
একদিন এই আবেগটাও গ্রাস করে নেবে ক্ষুধার্ত ব্ল্যাকহোল
জানি আমি।
কারণ হৃদয় কখনো নিঃস্বার্থ প্রেম বুনতে পারেনা।

আলোর আবেগ...

 

চার :-
সেই কবেকার কথা! আমরা এখন পুরোনো হয়ে গেছি।
নাগরিক দৃশ্য দেখি,
আবেগের চাষ আর করিনা।
চলে এসেছি বহুদূরে---
কেউ কাউকে আর ডাকিনা স্বপ্নচোখে।

স্বপ্নালু...

পাঁচ :-

আমাকে আর পাবেনা কখনো তুমি।
যে আমি নদীর মতো সহজ ছিলা্ম,
মোমের আলোর মতো স্নিগ্ধ;
বিপন্ন আজ নদীর অস্তিত্ব, কংক্রিটের নিচে চাপা পড়ে যাচ্ছে।
জানোনা,
বিলীন হয়ে যাওয়া মৃত নক্ষত্র কখনো আর জ্বলে উঠতে পারেনা?

স্নিগ্ধতা...

 

হ্যামিল্টন, কানাডা
১৩ সেপ্টেম্বর, ২০১৭ ইং।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ