বিষণ্ণা (অনু কবিতা)

অয়োময় অবান্তর ৬ অক্টোবর ২০১৭, শুক্রবার, ১১:৩১:০৬অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

১.

দাঁড়কাকের ঠোঁটে করে আসা বিষণ্ণতাকে ছড়িয়ে দিন প্রিয়জনের ভালবাসার শঙ্খচিলের ডানায়।
মাথার ভিতর ঘুরতে থাকা অ-অনুভূতিগুলো থমকে দাঁড়ায় ঘড়ির কাটাঁর প্রতি সময়।

মৃত্যুপথের পূর্ব কথায় লিখে যাওয়া কান্নার আওয়াজ হয়ত নীরব থাকে।
আমার সমাধির সামনের কবরফলকে যেন মিথ্যে হাসির প্রলোভন থাকে।

২.

এসো,
হেমলক বিষের চা খেতে খেতে;
বিষন্নতার গল্প করি।

মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে;
পুরনো স্মৃতির ভাঁজ খুলে;
ব্যাবচ্ছেদ করি।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ