নুয়ে পড়া দিগন্তের পথে

রিতু জাহান ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ০৯:৫০:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য


হেঁটে যাব কোনো একদিন অবারিত মাঠের প্রান্তে
নুইয়ে পড়া আকাশের নীলটুকু ছুঁতে
বসে রব আদিগন্ত নদীর বুকে।
তোমার কোমর জড়িয়ে শক্ত করে বেঁধে দিব আঁচলের বেড়।
গোধূলীক্ষণে মিলিত হাসির উচ্ছাসে মধুর হয়ে উঠবে দিন ও সন্ধ্যার সে মিলনক্ষণ।
তোমার চোখের পানে চোখ রেখে চেয়ে রব অপলোক
দেখে নিও এ চোখে তখন সদ্য ক্ষান্ত বর্ষনের শীর্ণ জলরেখার চিহ্ন।
কোনো এক রৌদ্রদগ্ধ দিনে
তোমার বুকে ছেড়ে এসেছি অদম্য এসব উত্তেজনার স্পন্দন।
যে আবেগের শ্যামলিমা আছে কিন্তু উন্মুক্ত বিস্তার নেই
তার কতোটুকু উপলব্দি করেছো জানতে ইচ্ছে হয়েছে অনেকবার।
তোমাকে ঘিরে থাকে চারদিকের নির্মম কঠোরতার কোলাহলে
দুর্জ্ঞেয় সেই কঠোর কোলাহল, দুর্লঙ্ঘ সেই সব বিধিনিষেধ।
কেমন করে কিসের জোরেই বা পার হই সেই সব বিধিনিষেধ!
না পাওয়ার করুন চোখে তাকিয়ে অস্ফুট চিৎকারে সরে আসি।
এ পৃথিবীর পৈশাচিক হাসিতে ক্ষণিক সব আবেগ নিরুত্তাপ হয়।
আপত দৃষ্টিতে যে অপরাধে অপরাধি হলে ধিক্কারের ঝড় ওঠে
অথচ অন্তরের দিকে তাকিয়ে কি করে বলি, আমি অপরাধি!

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ