জোনাকির আকাশ

ছাইরাছ হেলাল ১৯ জুন ২০১৭, সোমবার, ১২:০০:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

একবার এক জোনাকি
হুড়মুড়িয়ে, খামোখা-খুশির আবেশ ছড়িয়ে
কাছে চলে এসে বলে, চলো-না উড়ি,
বুনো ফুলের ঘন-সীমাহীন শরীরী-গন্ধ মেখে
ঐ নীলের দূরাকাশে;
অসম্ভব, বলি তাকে, ভাবি-ও,
কিন্তু, চোখ উল্টে নির্বোধ! তা বলি-না;

আলোজ্বলা-ডানায় ভর করে, এ-আমায়
কোথায় নিয়ে এলে!!

সেই থেকে বুক পকেটেই আছে, জোনাকিটি
প্রজাপতি হয়ে,
মরে গিয়েও জ্বলে আছে, জ্বালাচ্ছে-ও
অনন্তকাল ধরে, উদাসী উদ্বৃত্ততায় নয়,
উদ্ধত-উদ্ভাসিত বৈশাখীর বেশে
বিষয়-আশয়ের দিক ভুলে, নিথর গভীর
কৃষ্ণ-যবনিকা ভেদ করে
কুচিকুচি করা সোনালু হাসিতে;

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ